ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ওয়ানডে সিরিজ

বাংলাদেশ নারী দল ঘোষণা

প্রকাশিত: ০৬:১০, ৯ জানুয়ারি ২০১৭

বাংলাদেশ নারী দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১২, ১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারি যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে। দুই দলের মধ্যকার এ সিরিজের প্রতিটি ম্যাচ হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এ সিরিজের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ১৬ নারী ক্রিকেটার সুযোগ পেয়েছেন। ঘোষিত দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান আয়শা রহমান শুকতারা। উইকেটরক্ষক-ব্যাটসম্যান শামিমা সুলতানারও জায়গা হয়নি। তার স্থানে দলে ঢুকেছেন নুজহাত তাসনিয়া টুম্পা। এছাড়া ফিরেছেন টি২০ বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়া টপঅর্ডার ব্যাটসম্যান শারমিন আক্তার সুপ্তা। এ সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল আগেই ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে প্রোটিয়া নারী দলটি বাংলাদেশের মাটিতে পা রাখবে। বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে সফরকারীরা। রাত ঢাকায় থেকে পরদিন সকালেই ম্যাচের ভেন্যু কক্সবাজারে চলে যাবে প্রোটিয়া নারী টিম। প্রস্তুতি ভালভাবে সেরে নিতে রুমানা-জাহানারা-সালমারা এখনই কক্সবাজারে অবস্থান করছেন। ফেব্রুয়ারিতে বিশ্বকাপ বাছাইয়ের কথা মাথায় রেখে পূর্ণশক্তির দল নিয়েই বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা নারী দল। বিশ্বকাপ বাছাইপর্বে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। বাংলাদেশ নারী দল ॥ রুমানা আহমেদ, জানাহারা আলম, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, শারমিন আক্তার, ফারজানা হক, নিগার সুলতানা, খাদিজাকুল কোবরা, রিতু মনি, সালমা খাতুন, শায়লা শারমিন, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, লতা ম-ল ও নুজহাত তাসনিয়া টুম্পা। দক্ষিণ আফ্রিকা নারী দল ॥ ডেন ভ্যান নাইকার্ক (অধিনায়ক), মিগনন ডু প্রিজ, সুন লুস, মারিজান ক্যাপ, মসলিন ডেনিয়েলস, মার্সিয়া মাতসিপি লেতসাওলা, ওডিন কার্স্টেন, লিজেল লি, ইয়োলানি ফোরি, আদ্রিয়েন স্টেইন, আয়োবোঙ্গা খাকা, ক্লো ট্রাইওন, সিনালো জাফটা ও লারা গুডঅল।
×