ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তুরস্কেই থাকবেন ইতো

প্রকাশিত: ০৬:০৯, ৯ জানুয়ারি ২০১৭

তুরস্কেই থাকবেন ইতো

স্পোর্টস রিপোর্টার ॥ তিন বছরের জন্য তুরস্কে গেছেন। জাতীয় দল থেকে অবসর নেয়ার পর ইংল্যান্ড ছেড়ে ৬ মাসের জন্য ছিলেন ইতালিতে স্যাম্পদোরিয়ায়। সেখান থেকে ২০১৫ সালের মাঝামাঝি তুরস্কের দল আন্তালিয়াস্পোরে যোগ দেন স্যামুয়েল ইতো। ক্যামেরুনের এ স্ট্রাইকার তখন থেকে দলটির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন খেলার পাশাপাশি। ৩৫ বছর বয়সী এ প্রতিভাধর স্ট্রাইকারকে দলে পেতে এখনও আগ্রহী বিশ্বের অনেক নামিদামি ক্লাব। কিন্তু বর্তমান ক্লাব আন্তালিয়াস্পোরের চেয়ারম্যান আলী সাফাক অজতুর্ক পরিস্কার ভাষায় জানিয়ে দিয়েছেন ইতো বিক্রির জন্য নয়। বিশ্বের যে কোন ক্লাব তো বটেই তুরস্কের অন্য কোন ক্লাবেও যাচ্ছেন না এ ক্যামেরুনিয়ান স্ট্রাইকার সেটাই সাফ জানিয়ে দিলেন তিনি। ২০১৫ সালের ২৫ জুন ৩ বছরের চুক্তিতে আন্তালিয়াস্পোরে যোগ দিয়েছিলেন ইতো। তখন থেকে তুর্কীর এ ক্লাবের হয়ে ৩২ ম্যাচ খেলে ২২ গোল করেছেন তিনি। গত বছর ডিসেম্বরে এর সঙ্গে আরেকটি আকর্ষণীয় দায়িত্ব পেয়েছেন। ইতোর ভবিষ্যতের জন্য যা দারুণ কার্যকর ভূমিকা রাখবে নিঃসন্দেহে। ৭ ডিসেম্বর কোচ ইউসুফ সিমসেক বরখাস্ত হন। নিয়মিত কোচের অবর্তমানে ইতোকে অস্থায়ী কোচের দায়িত্বও দেয় আন্তালিয়াস্পোর। খেলোয়াড় এবং কোচ উভয় দায়িত্বই বেশ ভালভাবে পালন করছেন আফ্রিকার চারবারের বর্ষসেরা ফুটবলার ইতো। গত মৌসুমে তুরস্কের সুপার লীগ চ্যাম্পিয়ন হয় বেসিকতাস। গত সপ্তাহে ইস্তানবুলের এ ক্লাবটির আনাতোলিয়ায় হওয়া অনুশীলন ক্যাম্পে প্র্যাকটিস করেছেন ইতো। এরপর থেকেই গুঞ্জন উঠেছে তিনি বেসিকতাসে যোগ দিতে পারেন। এরই মধ্যে আবার ইংল্যান্ডে ফিরে যাওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে। কারণ ইংলিশ প্রিমিয়ার লীগের দল হাল সিটি তাকে নেয়ার আগ্রহ দেখিয়েছে। ইতোর আবার পরিবর্তনের বিষয়ে গুঞ্জন তৈরি হলেও তিনি নিজে এ বিষয়ে কিছু বলেননি। তবে আন্তালিয়াস্পোর কোনভাবেই তাকে ছাড়তে চাইছে না। এ বিষয়ে ক্লাব চেয়ারম্যান আলী সাফাক বলেন, ‘বড় লক্ষ্যগুলো অর্জন হয় শুধু বড় বড় কাজ এবং বড় মাপের মানুষের মাধ্যমে। ইতোর ট্রান্সফারের বিষয়ে অনেক গালগল্প শোনা যাচ্ছে। আমাদের শহরের বড় মাপের মানুষগুলোর সঙ্গে আমি কথা বলেছি এবং এরপর সবাই সিদ্ধান্ত নিয়েছি যত কিছুই ঘটুক না কেন আমরা আমাদের অধিনায়ককে কোনভাবেই বিক্রি করব না।’ এটার পরই ইতোকে সুযোগ বুঝে অনেকে প্রশ্ন ছুড়েছিলেন যে তিনি আন্তালিয়াস্পোরকে কতটা ভালবাসেন তিনি এবং থাকবেন কিনা ক্লাবটিতে। এ বিষয়ে ইতো উত্তর দিয়েছেন, ‘অবশ্যই উভয় ক্ষেত্রে আমার উত্তর হ্যাঁ।’
×