ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয় ইউনাইটেড-আর্সেনালের

প্রকাশিত: ০৬:০৯, ৯ জানুয়ারি ২০১৭

জয় ইউনাইটেড-আর্সেনালের

স্পোর্টস রিপোর্টার ॥ এফএ কাপের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল এবং লিচেস্টার সিটি। ওয়েন রুনি ও মার্কাস রাশফোর্ডের দারুণ পারফর্মেন্সের সৌজন্যে ম্যানচেস্টার ইউনাইটেড ৪-০ গোলে রিডিংকে গুঁড়িয়ে দিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডের টিকেট নিশ্চিত করে। রুনি এবং এ্যান্তোনি মার্শালের গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে সহজ জয় নিশ্চিত করেন রাশফোর্ড। ম্যাচের সাত মিনিটে জোয়ান মাতার উঁচু করে বাড়ানো বল হাঁটু দিয়ে জালে পাঠান রুনি। আর তাতেই ববি চার্লটনের ২৪৯ গোলের রেকর্ড স্পর্শ করেন তিনি। এই গোলের আট মিনিট পর আবারও রুনির নৈপুণ্যে উচ্ছ্বাসে ভাসে ওল্ড ট্র্যাফোর্ড। এবার সতীর্থ মার্শালকে দিয়ে দারুণ একটি গোল করান তিনি। বিরতির পর চার মিনিটের ব্যবধানেই দুটি গোল করেন ১৯ বছর বয়সী রাশফোর্ড। ম্যানইউ অনায়াস জয় পেলেও দ্বিতীয় সারির দল প্রেস্টন নর্থ এ্যান্ডের মাঠে হোঁচট খেতে বসেছিল আর্সেনাল। শেষদিকে অলিভিয়ের জিরুডের গোলে স্বস্তির জয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে আর্সেন ওয়েঙ্গারের দল। ইংলিশ ফুটবলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে শনিবার প্রেস্টনের মাঠে ২-১ গোলে জয় পায় আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে গানাররা। সপ্তম মিনিটে বাঁদিকে ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে কোনাকুনি শটে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড ক্যালাম রবসন। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে ডি বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে দলকে সমতায় ফেরান ওয়েলসের মিডফিল্ডার এ্যারন রামসে। গোল পেতে মরিয়া আর্সেনাল শেষদিকে একের পর এক আক্রমণ করেও সাফল্য পাচ্ছিল না। অবশেষে ৮৯তম মিনিটে লুকাজ পেরেজের বাড়ান বল ধরে জয় নিশ্চিত করেন ফরাসী স্ট্রাইকার জিরুড। তৃতীয় রাউন্ডের অন্য ম্যাচে এভারটনকে ২-১ গোলে হারায় প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি। এদিকে এ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে এ্যান্তোনি গ্রিজম্যান আর আর্সেনাল ছেড়ে এ্যাটলেটিকোতে এ্যালেক্সিস সানচেজ। দলবদলের বাজার এখন এমন আলোচনায় সরগরম। চিলিয়ান তারকার ভবিষ্যত নির্ধারণে মূল ভূমিকা রাখতে পারে রেড ডেভিলরা যদি ইংল্যান্ডে পাড়ি জমান ফ্রেঞ্চ সেনসেশন। স্প্যানিশ ক্রীড়া বিষয়ক ম্যাগাজিন ‘ডন ব্যালন’ এ সৌজন্যে জানা গেছে এ্যাটলেটিকোর জন্য গানারদের ছাড়তে পারেন সানচেজ। তবে তা নাকি গ্রিজম্যানের স্পেন ছাড়ার ওপর নির্ভর করবে। প্রশ্ন উঠতে পারে, গ্রিজম্যানের ম্যানইউতে নাম লেখানোর সঙ্গে সানচেজের ক্লাব ছাড়ার সম্পর্ক কি। বলা হচ্ছে, ২৫ বছর বয়সী গ্রিজম্যানকে হারালে তার ঘাটতি পূরণে সানচেজকে পেতে সর্বোচ্চ প্রচেষ্টাই চালাবে রিয়াল মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বী। সেক্ষেত্রে ফ্রেঞ্চ স্ট্রাইকারকে বিক্রির অর্থ সানচেজের পেছনে ঢালবে এ্যাটলেটিকো। সানচেজের আর্সেনাল ছাড়ার গুঞ্জন চলছে বেশ কিছুদিন থেকেই। গানারদের সঙ্গে নতুন চুক্তির বিষয়টিও থেমে আছে। কিন্তু কোচ আর্সেন ওয়েঙ্গার সম্প্রতি বলেছেন, সানচেজই নাকি তাকে এ্যামিরেটসে থেকে যাওয়ার নিশ্চয়তা দিয়েছেন।
×