ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বান্ধবীকে বিয়ে করলেন সেমিনিয়া!

প্রকাশিত: ০৬:০৯, ৯ জানুয়ারি ২০১৭

বান্ধবীকে বিয়ে করলেন সেমিনিয়া!

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারে নতুন দিগন্তের শুরু হলো ক্যাস্টার সেমিনিয়ার। দক্ষিণ আফ্রিকার ৮০০ মিটার দৌড়ের এ মহিলা অলিম্পিক চ্যাম্পিয়ন দীর্ঘদিনের বান্ধবী ভায়োলেট রেসেবয়াকে বিয়ে করলেন এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে। ২৬ বছর বয়সী সেমিনিয়াকে নিয়ে ২০০৯ সালে লৈঙ্গিক বিতর্ক সৃষ্টি হয়েছিল। পরীক্ষা দিতে হয়েছিল নিজেকে নারী প্রমাণের জন্য। এবার ৩০ বছর বয়সী বান্ধবীকে বিয়ে করে সেই প্রশ্নটা যেন আরেকবার তুলে আনলেন তিনি। শনিবার নিজের ২৬তম জন্মদিনে প্রিটোরিয়ায় ব্যয়বহুল অনুষ্ঠানে বিয়ে করা রেসেবয়াকে অনেকে তাই সেমিনিয়ার স্ত্রী বলেই সম্বোধন করছেন। আবার অনেকে এটা সমকামী বিয়ে বলেও দাবি করছেন। বার্লিন বিশ্বচ্যাম্পিয়নশিপসে কিছুটা অস্বাভাবিক মনে হয়েছিল সেমিনিয়ার নৈপুণ্য। ২০০৯ সালের এ বিশ্ব আসরে তিনি চ্যাম্পিয়ন হন ৮০০ মিটার দৌড়ে। অনেকেই প্রশ্ন তোলেন সেমিনিয়া আসলে নারী নাকি পুরুষ? শেষ পর্যন্ত লিঙ্গের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পর ফিরেছেন আবার ট্র্যাকে। এরমধ্যে প্রায় একটা বছর সবকিছুর বাইরে থাকতে হয়েছিল। আর সেটাই যেন কাল হয়ে গিয়েছিল এ দৌড়ে দ্রুত মানবীর জন্য। নিজেকে ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টা করে গেছেন এরপর। ২০১১ সালে দেগুতে বিশ্ব আসরে রৌপ্য জয় করেন। ২০১২ সালের লন্ডন অলিম্পিকেও জয় করেন রৌপ্য। কিন্তু সেরা সাফল্যটা পেয়েছেন গত বছর। রিও ডি জেনিরো অলিম্পিকে তিনি মহিলাদের ৮০০ মিটারে স্বর্ণ জয় করেন। সব বিতর্ক শেষ হয়ে গেছে। সেমিনিয়ার জীবনে এখন সুখের বসন্ত। অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছেন। এবার জীবনসঙ্গীকেও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে নিলেন। প্রিটোরিয়ায় প্রচুর ব্যয়বহুল এক বর্ণাঢ্য আয়োজনে বিয়ে করলেন দীর্ঘদিনের প্রেমিক রেসেবয়াকে। বিয়ের ছবিটা ইনস্টাগ্রামেও দিয়েছেন। যে ছবিতে একটি স্বর্ণখচিত গাঢ় নীল কোট পরিহিত অবস্থায় হাতে ফুলের তোড়া নিয়ে মোহনীয় ভঙ্গিতে দেখা গেছে সেমিনিয়াকে। বাহুবন্ধনে থাকা রোসেবয়ার পরণেও ছিল সাদা রংয়ের বিয়ের পোশাক। দীর্ঘদিন একইসঙ্গে দৌড়েছেন দু’জন, পরস্পরের বেশ ঘনিষ্ঠ বন্ধু তারা। সেটাকেই পরিণয়ে রূপ দিলেন সেমিনিয়া-রোসেবয়া। তবে এ বিয়ে নিয়েও অনেকে কটাক্ষ করছেন যে সেমিনিয়ার স্ত্রী রেসেবয়া। কারণ ২০০৯ সালে তার লৈঙ্গিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল।
×