ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে কুয়েতে বাঙালী সমাবেশ

প্রকাশিত: ০৫:৪৭, ৯ জানুয়ারি ২০১৭

সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে কুয়েতে বাঙালী সমাবেশ

গত ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও ১২ জানুয়ারি শেখ হাসিনা সরকারের বর্তমান মেয়াদের ৩ বছর পূর্তি উপলক্ষে কুয়েতে বসবাসরত প্রায় দুই লাখ চল্লিশ হাজার বাঙালীর প্রিয় সংগঠন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের উদ্যোগে রবিবার রাজধানী হোটেল কুয়েত সিটিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ কমিউনিটির সভাপতি আওয়ামী লীগ নেতা মোঃ শহীদ ইসলাম পাপুল বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্রকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরলে আমাদের স্বাধীনতা পরিপূর্ণতা লাভ করে। দেশের উন্নয়ন আজ দৃশ্যমান, এখন এটা নিয়ে তর্ক করার আর অবকাশ নেই। কারণ আজ নিজের টাকায় পদ্মা সেতু হচ্ছে। এ সব সম্ভব হচ্ছে শেখ হাসিনার একান্ত সদিচ্ছার ফলে। তাই স্বাধীনতার ৪৫ বছর পেরিয়ে এসে দেশ আজ যে অবস্থায় দাঁড়িয়েছে তার সিংহভাগ কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। -বিজ্ঞপ্তি
×