ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিআরপি ছাড়পত্র না দেয়ায় সাক্ষ্য দিতে যেতে পারেননি খাদিজা

প্রকাশিত: ০৫:৪৩, ৯ জানুয়ারি ২০১৭

সিআরপি ছাড়পত্র না দেয়ায় সাক্ষ্য দিতে যেতে পারেননি খাদিজা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শারীরিক অবস্থার কারণে সিআরপির চিকিৎসকরা ছাড়পত্র না দেয়ায় বদরুলের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে আসেননি খাদিজা বেগম নার্গিস। ফলে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করে ওইদিন ভিকটিম খাদিজাকেও আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। রবিবার আলোচিত হামলার ঘটনায় মূল ভিকটিম খাদিজার সাক্ষ্যগ্রহণের পূর্বনির্ধারিত তারিখ ছিল। সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে মামলার একমাত্র আসামি বদরুল আলমকে হাজির করা হয়। তবে সিআরপি থেকে ছাড়পত্র না পাওয়ায় সাক্ষ্য দিতে হাজির হতে পারেননি খাদিজা। এক মাসের মধ্যে খাদিজার আদালতে হাজির হওয়া সম্ভব নয় বলে চিকিৎসকরা আদালতে আবেদন জানিয়েছেন। আদালত আবেদন আমলে নিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির করার নির্দেশ দেন। খাদিজা হত্যাচেষ্টা মামলায় ইতোমধ্যে ৩ কার্যদিবসে মামলার ৩৭ সাক্ষীর মধ্যে ৩৩ জন সাক্ষ্য দিয়েছেন। খাদিজা বর্তমানে ঢাকার সাভারের সিআরপিতে চিকিৎসাধীন রয়েছেন।
×