ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ্যাপ্রোচ সড়ক উদ্বোধন

’১৮ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর শতভাগ কাজ সম্পন্ন হবে ॥ কাদের

প্রকাশিত: ০৫:৪৩, ৯ জানুয়ারি ২০১৭

’১৮ সালের ডিসেম্বরে  পদ্মা সেতুর শতভাগ  কাজ সম্পন্ন হবে ॥  কাদের

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৮ জানুয়ারি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী যথাসময়ে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হবে। ইতোমধ্যে কাজের ৪০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ২০১৮ সালের ডিসেম্বরে শতভাগ কাজ সম্পন্ন হবে। এ বহুমুখী সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এর লক্ষ্যে মাওয়া সংযোগ সড়ক শতভাগ, মাওয়া সার্ভিস এরিয়া ও সড়ক শতভাগ, এ ছাড়া ২০টি কালভার্ট ও ৫টি সেতুর কাজ সম্পন্ন হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে জেলার শিবচরে পদ্মা সেতু বহুমুখী প্রকল্পের জাজিরা এ্যাপ্রোচ সড়কের শিবচর-কাঁঠালবাড়ি অংশের ৮ কিলোমিটার এ্যাপ্রোচ সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। এ অনুষ্ঠান ঘিরে সকাল থেকে সাধারণ মানুষের মধ্যে ছিল উৎসবের আমেজ। এ্যাপ্রোচ সড়ক উদ্বোধন হওয়ায় প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। পদ্মা সেতুর জন্য নির্মিত এ এ্যাপ্রোচ সড়ক খুলে দেয়ার ফলে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের দূরত্ব কমছে। শিবচরের কাওড়াকান্দি ঘাট থেকে কাঁঠালবাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দূরত্ব কমে পদ্মা পার হতে সময় বাঁচবে কমপক্ষে দেড় ঘণ্টা। ফলে ভোগান্তি ও দীর্ঘ সময় নৌপথের যাত্রার দুর্ভোগ থেকে মুক্তি পাবে যাত্রীরা।
×