ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অপহরণের ৭ দিন পর কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:৪২, ৯ জানুয়ারি ২০১৭

অপহরণের ৭ দিন পর কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুরে অপহৃত এক কিশোরের হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার হয়েছে। মহাখালীর রেললাইনসংলগ্ন একটি আমগাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় ফিজিক্যাল মেডিসিন বিভাগের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর মোহাম্মদপুরে অপহৃত রাসেল খান (১৬) নামে এক কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। সাত দিন পর রবিবার দুপুরে পুলিশ মেট্রো হাউজিংয়ের খালপাড়া এলাকার দক্ষিণ-পূর্ব কোণের খালপাড় থেকে তার হাত-পা বাঁধা বস্তাবন্দী পচাগলা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত রাসেলের বাবার নাম আমিন খান। গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরমনপাড়ায়। সে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার সাদেক সড়কের খান হোটেলে থাকত। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সজিব দে জানান, গত ২ জানুয়ারি রাসেল খান অপহৃত হয়। এরপর থেকে তার খোঁজ মেলেনি। সাত দিন পর রবিবার দুপুরে খালপাড় থেকে তার বস্তাবন্দী পচাগলা লাশ উদ্ধার করা হয়। তিনি জানান, বেশ কয়েক মাস ধরে রাসেল খান বিদেশে যাওয়ার চেষ্টা করছিল। এজন্য সে তার আত্মীয়স্বজনদের কাছ থেকে টাকা ধার নেয়। পরে বিদেশে যেতে না পারায় আত্মীয়স্বজনরা তার কাছ থেকে ধারের টাকা দাবি করে। এরই জের ধরে রাসেল খান খুন হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ৬-৭ দিন আগে কিশোর রাসেল খানকে অন্যত্র হত্যা করে লাশ বস্তায় ভরে এখানে ফেলে গেছে খুনীরা। হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। যুবকের ঝুলন্ত লাশ ॥ এদিকে রবিবার দুপুরে রাজধানীর মহাখালীর আমতলী রেললাইনসংলগ্ন একটি আমগাছ থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। দুপুরে ঢাকা রেলওয়ে থানার পুলিশ সেখান থেকে তার গলায় দড়ি পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। ঢামেক হাসপাতালে আগুন ॥ অন্যদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় ফিজিক্যাল মেডিসিন বিভাগের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
×