ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাছের গঠন পাল্টে যাচ্ছে

প্রকাশিত: ০৫:৩৮, ৯ জানুয়ারি ২০১৭

গাছের গঠন পাল্টে যাচ্ছে

নগরায়ণের স্পষ্ট প্রভাব পড়ছে উদ্ভিদ জগতে। গাছপালার বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন পাল্টে যাচ্ছে। ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের বিজ্ঞানীরা বলছেন, এটা হলো প্রাণের মধ্যে নগরায়ণের প্রভাব পড়ার স্পষ্ট আলামত। মূলত বংশরক্ষা এবং মানবজাতির বিস্তারের সঙ্গে খাপ খাইয়ে নিতে গাছেরা এভাবে নিজেকে বদলে নিচ্ছে। বিশ্বব্যাপী এক হাজার ৬শ’ ঘটনা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে গবেষকরা এ তথ্য জানিয়েছেন। গবেষক দলের সদস্য ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের নগর পরিকল্পনা বিভাগের অধ্যাপক ম্যারিনা এ্যালবার্টি বলেন, আমরা বড় পরিবর্তনের একটি নাগরিক সঙ্কেত পাচ্ছি। প্রাকৃতিক বা অনাগরিক নৃতাত্ত্বিক পরিবর্তনের নয়, এটি নাগরিক ব্যবস্থার প্রভাবে দৈহিক ও প্রাণরাসায়নিক পরিবর্তন। ২০০৮ সালে ফ্রান্সে প্রকাশিত এক গবেষণাপত্রে দেখানো হয়, নগরজীবনের সঙ্গে খাপ খাইয়ে নিতে উদ্ভিদের বীজের আকার অনেক বেড়ে যাচ্ছে। তারা দেখেন, নগর থেকে সংগৃহীত একটি বুনো ফুলের বীজ প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা বা গ্রামীণ এলাকা থেকে সংগৃহীত বীজের তুলনায় বেশ বড়। গবেষকরা এর ব্যাখ্যায় বলছেন, উদ্ভিদের বীজ সাধারণত বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। নগরের উদ্ভিদের বীজ বড় হলে সুবিধা। কারণ, এখানে মাটির বড় অভাব। গাছের কাছাকাছি পড়লে মাটি পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু বীজ যদি হয় হালকা তাহলে বাতাসে বেশি দূর ভেসে যাবে। ফলে কোন কংক্রিট বা নুড়ি বিছান সমতলে গিয়ে পড়তে পারে, যার কারণে অঙ্কুরোদ্গম হবে না।
×