ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ব এজতেমা শুরু শুক্রবার ॥ থাকবে ৫ স্তরের নিরাপত্তা

প্রকাশিত: ০৫:৩৭, ৯ জানুয়ারি ২০১৭

বিশ্ব এজতেমা শুরু শুক্রবার ॥ থাকবে ৫ স্তরের নিরাপত্তা

নূরুল ইসলাম/মোস্তাফিজুর রহমান টিটু, টঙ্গী ও গাজীপুর থেকে ॥ আগামী ১৩ জানুয়ারি টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে ৫২তম বিশ্ব এজতেমা। বিশ্ব এজতেমার আয়োজন নির্বিঘœ করার লক্ষ্যে রবিবার দুপুরে টঙ্গীতে সর্বশেষ এক পর্যালোচনা সভার আয়োজন করা হয়। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এজতেমায় আসা লাখ লাখ মুসল্লির সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। আমাদের মাঝে নিরাপত্তা জনিত কোন হুমকি নেই। পুরো রাষ্ট্রযন্ত্র প্রস্তুত বিশ্ব এজতেমার মুসল্লিকে নিরাপত্তা দিতে। নেয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বিশ্ব এজতেমার প্রস্তুতির প্রতি খেয়াল রাখছেন, খোঁজখবর নিচ্ছেন। হজের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত হলো বিশ্ব এজতেমা। কে কোন্ রাজনীতি করেন তার ভেদাভেদ ভুলে তারা এখানে সমবেত হন। গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী জোন ক্যাম্পাসে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেল এমপি, আইজিপি একেএম শহীদুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান ও গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। সভায় বিভিন্ন সেবা সংস্থার কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা বিশ্ব এজতেমার প্রস্তুতির তথ্য তুলে ধরেন। এদের মধ্যে উপস্থিত বক্তব্য রাখেন সেনাবাহিনীর ক্যাপ্টেন ইশরাক, ফায়ার সার্ভিসের একে এম শাকিল নেওয়াজ, রেল মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাসুদ করিম প্রমুখ। বিশ্ব এজতেমা ঘিরে কোন জঙ্গী সংগঠনের হুমকি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোন হুমকি আমাদের কাছে নেই। আমাদের গোয়েন্দা বাহিনী কাজ করছে। আগামী শুক্রবার থেকে শুরু হওয়া বিশ্ব এজতেমায় মুসল্লির সার্বিক সহযোগিতার জন্য পানি, বিদ্যুত, গ্যাস, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। লাখ লাখ মুসল্লির যাতায়াত, থাকা, খাওয়া, গোসল, নামাজ ইত্যাদি সম্পন্নের জন্য প্রস্তুত। ৬ হাজার ৭শ’ পুলিশের সমন্বয়ে গঠন করা হয়েছে ৫ স্তরের নিরাপত্তা বলয়। ওয়াচ টাওয়ার বসানো হয়েছে ১০টি। সাদা পোশাকের পুলিশও থাকছে মুসল্লি বেশে। থাকবে র‌্যাবের ১ হাজার সদস্য ও হেলিকপ্টার সজ্জিত নিরাপত্তা বাহিনী। ১৩ টি গভীর নলকূপের মাধ্যমে ৩ কোটি ৫৫ লিটার পানির সরবরাহ ব্যবস্থা থাকছে মাঠের চারদিকে। কন্ট্রোল রুম থাকছে ৫টি। মুসল্লিদের স্বাগত জানাতে থাকছে ১০টি তোরণ। তুরাগ নদী পারাপারে থাকছে ভাসমান ব্রিজ। রাস্তায় বসানো হয়েছে ৪৮০টি বৈদ্যুতিক বাতি। রান্নাবান্নার জন্য বিদেশী কামরায় বসানো হয়েছে ১৩২টি গ্যাসের চুলা। থাকছে ৮ হাজার টয়লেট। মোনাজাতসহ অন্যান্য দিনে বিশেষ ট্রেন থাকছে ১৯টি। এবার ১শ’ স্কাউটও দায়িত্ব পালন করবে। এ্যাম্বুলেন্স রাখা হয়েছে ১৪টি। বিআরটিসি বিশেষ সার্ভিসও থাকছে। আগামী শুক্রবার ১৩ জানুয়ারি থেকে ৫২তম বিশ্ব এজতেমা শুরু হবে টঙ্গীর তুরাগ নদীর তীরে। ১৫ জানুয়ারি (রবিবার) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের বিশ্ব এজতেমা। ৪দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হবে ২০জানুয়ারি। শেষ হবে ২২ জানুয়ারি।
×