ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রমনা বটমূলে হামলার মামলা

আসামি মুফতি হান্নানের ডেথ রেফারেন্স শুনানি শুরু

প্রকাশিত: ০৫:৩৫, ৯ জানুয়ারি ২০১৭

আসামি মুফতি হান্নানের ডেথ রেফারেন্স  শুনানি শুরু

স্টাফ রিপোর্টার ॥ ১৬ বছর আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নানসহ আসামিদের মৃত্যুদ-ের অনুমোদন (ডেথ রেফারেন্স), আপীল ও জেল আপীলের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। পেপারবুক উপস্থাপনের মধ্য দিয়ে শুনানি শুরু হয়েছে। বেসরকারী টেলিভিশন এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুকে বিদেশ যেতে বাধা না দেয়ার জন্য হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপীল বিভাগ। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের রাডার দুর্নীতি ক্রয় সংক্রান্ত মামলায় সাক্ষের অনুমতি দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করে দিয়েছেন আপীল বিভাগ। সাঁওতালদের উচ্ছেদের ঘটনায় হাইকোর্টে দেয়া প্রতিবেদনে ‘বাঙালী দুষ্কৃতকারী’ শব্দ ব্যবহার করার বিষয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মোঃ আশরাফুল ইসলাম। অন্যদিকে সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করে মামলা সচল করা সংক্রান্ত দুদকের আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রীমকোর্টর আপীল বিভাগ। জাতীয় নির্বাচনের আগে দলীয় জোট গঠন অর্থাৎ ১৪ দল বা ২০ দল নাম দিয়ে রাজনৈতিক জোট করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রবিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নানসহ আসামিদের মৃত্যুদ-ের অনুমোদন (ডেথ রেফারেন্স), আপীল ও জেল আপীলের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চে পেপারবুক (মামলার বৃত্তান্ত) উপস্থাপনের মধ্য দিয়ে এই শুনানি শুরু হয় বলে ডেপুটি এ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ জানান। সাংবাদিকদের তিনি বলেন, আসামিদের ডেথ রেফারেন্সের সঙ্গে সাত জনের করা পৃথক ছয়টি আপীলও শুনানি হবে। এর মধ্যে মুফতি হান্নান, আকবর হোসেন, সুমন, শাহদাতউল্লাহ ও আবু তাহের পৃথক আপীল করেছেন। শেখ ফরিদ ও মোঃ ইয়াহিয়া মিলে করেছেন একটি আপীল। এর সঙ্গে রয়েছে মুফতি হান্নান, আকবর হোসেন ও সুমনের জেল আপীল। ২০০১ সালে রাজধানীর রমনার বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা মেরে ১০ জনকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের হত্যা মামলায় হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নানসহ ১৪ জঙ্গীকে আসামি করা হয়। এই মামলায় ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দায়রা জজ রুহুল আমিন মুফতি হান্নানসহ আট জনের মৃত্যুদ- ও ছয় জনের যাবজ্জীবন কারাদ-ের রায় দেন। মুফতি হান্নান ছাড়া মৃত্যুদ- পাওয়া অন্যরা হলেন আকবর হোসেন, আরিফ হাসান সুমন, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মোঃ তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, আবদুল হাই ও শফিকুর রহমান। যাবজ্জীবন কারাদ- পান শাহাদাত উল্লাহ জুয়েল, সাব্বির, শেখ ফরিদ, আব্দুর রউফ, ইয়াহিয়া ও আবু তাহের। রাষ্ট্রপক্ষ জানায়, পেপারবুকের তথ্য অনুসারে ১৪ আসামির মধ্যে মৃত্যুদ- পাওয়া পাঁচ আসামি এখনও পলাতক। তারা হলেন তাজউদ্দিন, জাহাঙ্গীর আলম, আবু বকর, শফিকুর ও আবদুল হাই। হাইকোর্টের আদেশ বহাল ॥ বেসরকারী টেলিভিশন এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুকে বিদেশ যেতে বাধা না দেয়ার জন্য হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। তবে শেয়ারবাজার সংক্রান্ত অভিযোগের বিষয়ে ফালু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান কার্যক্রম চলমান রেখেছেন আদালত। এ বিষয়ে দুদকের একটি আবেদন খারিজ ও একটি আবেদনের নিষ্পত্তি করে রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। ফালুর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী। আদেশ বাতিল ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের রাডার দুর্নীতি ক্রয় সংক্রান্ত মামলায় সাক্ষের অনুমতি দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করে দিয়েছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। ফলে রাডার ক্রয় দুর্নীতির মামলা আগামী ৩১ মার্চের মধ্যে নিষ্পত্তি করার জন্য হাইকোর্টের দেয়া আদেশ বাতিল হয়েছে। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট খুরশিদ আলম খান। বিচারিক আদালতে মামলাটি যে অবস্থায় আছে সেখান থেকে চলবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। অর্থাৎ মামলায় ১২ জন সাক্ষীর তাদের জবানবন্দী ও জেরা শেষ করেছেন। এখন নতুন করে আর কোন সাক্ষ্য গ্রহণ করা হবে না। তিনি সাংবাদিকদের আরও বলেন, আপীল বিভাগের এই আদেশের ফলে রাডার দুর্নীতি ক্রয় সংক্রান্ত মামলা নিম্ন আদালতে স্বাভাবিক গতিতেই চলবে। ক্ষমা চেয়ে অব্যাহতি ॥ সাঁওতালদের উচ্ছেদের ঘটনায় হাইকোর্টে দেয়া প্রতিবেদনে ‘বাঙালী দুষ্কৃতকারী’ শব্দ ব্যবহার করার বিষয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মোঃ আশরাফুল ইসলাম। তবে ভবিষ্যতে শব্দ চয়নে তাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে সতর্ক করে ক্ষমা করে দেন।
×