ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শরণখোলায় ছাত্রী অপহরণে জড়িতদের গ্রেফতার দাবিতে আল্টিমেটাম

প্রকাশিত: ০৩:৫৩, ৯ জানুয়ারি ২০১৭

শরণখোলায় ছাত্রী অপহরণে জড়িতদের গ্রেফতার দাবিতে আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলার রাজৈর এলাকায় কলেজ ছাত্রী ফাতেমা-তুজ-জোহরা শান্তা অপহরণকারী সবুর ও সজিব আকনকে গ্রেফতারের জন্য ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেয়া হয়েছে। অন্যথায় সোমবার সকাল-সন্ধ্যা উপজেলা সদর রায়েন্দা বাজারে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। রবিবার এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ কর্মসুচী ঘোষণা দেন রায়েন্দা সদর ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি আসাদুজ্জামান মিলন। এদিকে, এ ঘটনায় শনিবার রাতে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, গুরুতর আহত সান্তার পিতা দুলু গাজী ও তার মাতা আঞ্জুমান আরা বেগমের অবস্থার অবনতি হয়েছে। সমাবেশে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করে বক্তারা বলেন, উপজেলা সদরে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ইতোপূর্বে ঘটেনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সবুর ও সজিবকে গ্রেফতার করে পুলিশের অবস্থান পরিষ্কার করতে হবে।
×