ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুয়াকাটা সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৩:৫৩, ৯ জানুয়ারি ২০১৭

কুয়াকাটা সৈকতের  অবৈধ স্থাপনা  উচ্ছেদ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৮ জানুয়ারি ॥ কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া বেলাভূমি এবং সৈকতে যাওয়া সড়কের দুই পাশের অন্তত ৬০টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। রবিবার বেলা ১১টা থেকে এ অভিযান শুরু হয়। পটুয়াখালী জেলা প্রশাসনের নির্দেশে কলাপাড়া উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমান নেতৃত্বে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাস এবং জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুল আলম এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। কুয়াকাটা পৌরসভা, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, মহিপুর থানা পুলিশ এবং কুয়াকাটা নৌপুলিশ উচ্ছেদ অভিযানে সহায়তা করে। খাবার, স্টুডিও, চায়ের, আচার, শো-পিস, ঝিনুক, চুড়ি-ফিতা, পান-সিগারেট ও মুদী মনোহরী দোকানসহ অন্তত ৬০টি স্থাপনা অপসারণ করা হয়েছে। কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাস জানান, সৈকত এলাকার সীমানা চিহ্নিত করার পরও একশ্রেণীর লোক আবার অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিল।
×