ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে দালালের কবলে হাসপাতাল ॥ নাজেহাল রোগী

প্রকাশিত: ০৩:৫২, ৯ জানুয়ারি ২০১৭

নরসিংদীতে দালালের কবলে হাসপাতাল ॥ নাজেহাল রোগী

মোস্তফা কামাল সরকার, নরসিংদী ॥ সদর হাসপাতালসহ জেলার সব ক’টি হাসপাতালই চালায় মূলত সংঘবদ্ধ দালালরা। হাসপাতালগুলোর সব জায়গায় এদের অবাধ বিচরণ। হাসপাতালের গেট, জরুরী বিভাগ, অপারেশন থিয়েটার, আউটডোর কোথায় নেই এরা? রোগী এলেই তারা হামলে পড়ে। তাদের কাজই হচ্ছে রোগী ভাগিয়ে ক্লিনিকে নিয়ে যাওয়া। ওষধ কিনতে হলেও তাদের পছন্দের দোকান থেকে কিনতে হয়। হাসপাতালগুলোতে তাদের দোর্দ- প্রতাপ। দালালদের ওপর হাসপাতাল প্রশাসনের কোন নিয়ন্ত্রণ নেই। দালালদের মদদ যোগায় হাসপাতালেরই দুর্নীতিবাজ ডাক্তার ও কর্মচারী। ফলে দালাল চক্রের কাছে সাধারণ রোগীরা জিম্মি। প্রশাসনিক অযোগ্যতা, সীমাহীন দুর্নীতি, এক শ্রেণীর কর্মচারীর স্বেচ্ছাচারিতায় নরসিংদী জেলার সব হাসপাতাল চিকিৎসা কার্যক্রম বিপর্যস্ত হয়ে পড়েছে। বাইরে থেকে হাসপাতাল সুন্দর দেখালেও ভিতরের পরিবেশ অস্বাস্থ্যকর। হাসপাতালের গেট, জরুরী বিভাগ, আউটডোর, অপারেশন থিয়েটার, ওয়ার্ড সব জায়গাতেই দালাল ঘুরে বেড়ায়। হাসপাতালে ভর্তি, আউটডোরে চিকিৎসা, ওষুধ কেনা অস্ত্রোপচার, প্যাথলজিক্যাল টেস্ট সব কিছুই দালালের মাধ্যমে করতে হয়। রোগীরা হাসপাতালে এলেই দালালরা ভিড় করে। প্রথমে তারা প্রভাবিত করার চেষ্টা করে ক্লিনিকে ভর্তি করানোর জন্য। শহরে গজিয়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো অজস্র ক্লিনিক। কমিশনের ভিত্তিতে এসব দালাল ক্লিনিকগুলোর এজেন্ট হিসাবে কাজ করে। ভুলিয়ে ভালিয়ে কিংবা জোর করে কখনও বা হুমকি দিয়ে ক্লিনিকে নেয়া সম্বব না হলেও দালালদের হাত থেকে নিস্তার নেই। হাসপাতালে ভর্তিসহ চিকিৎসা করাতে হয় তাদের মাধ্যমেই। যে কোন অপারেশনের ক্ষেত্রেও রোগী বা তার আত্মীয় স্বজনদের চুক্তিবদ্ধ হতে হয় দালালদের সঙ্গে। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে থাকে এরা। অপারেশনের সময় প্রয়োজনীয় ওষুধও দালালদের পছন্দের দোকান থেকে বেশি দামে কিনতে হয়। দূর দূরান্ত থেকে আসা অসহায় রোগীরাই মূলত তাদের শিকার। সংঘবদ্ধ দালালদের বিরুদ্ধে অনেকেই প্রতিবাদ করতে সাহস পায় না। অধিকাংশ দালাল হাসপাতালের কর্মচারী না হয়েও কাজ করে কর্মচারীর মতো। কাজ শেষে তারা টাকা দাবি করে। তাছাড়া কোন জখমী হাসপাতালে ভর্তি হলে দালাল ছাড়া সার্টিফিকেট প্রদান হয় না বলেও অভিযোগ রয়েছে। সিভিল সার্জন ডাঃ সুলতানা রাজিয়া হাসপাতালগুলোতে দালালদের অবাধ বিচরণের কথা স্বীকার করে বলেন, দালালরা স্থানীয় এবং প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে দালালী করার কারণে বিভিন্ন এলাকা থেকে আগত রোগী সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে না । অপরদিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাদের কিছু বলতে সাহস পায় না। উপরন্তু দালালরা হাসপাতালের চিকিৎসকদের হুমকি প্রদর্শন করে থাকে।
×