ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছয় ঘর ভস্মীভূত

প্রকাশিত: ০৩:৫২, ৯ জানুয়ারি ২০১৭

ছয় ঘর ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর চান্দগাঁও থানার মোহরা ও বোয়ালখালীতে অগ্নিকা-ে ভস্মীভূত হয়েছে ৬টি বসতঘর। পুড়েছে দশ লাখ টাকার সম্পদ। শনিবার গভীর রাতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা যায়, চান্দগাঁও থানার মোহরা এলাকায় আবদুল সওদাগর বাড়ির দুটি আধা পাকা ঘর আগুনে পুড়েছে। রাত পৌনে ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি অকুস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পানির লাইন উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৮ জানুয়ারি ॥ রংপুর মহানগরে উদ্বোধন করা হলো নতুন ৩৩ কিমি পানির পাইপ লাইন। রবিবার লালবাগ এলাকায় বাঘ চত্বরে নতুন পানির পাইপ লাইনের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু। জানা গেছে, নগরীর ধাপ মেডিক্যাল মোড় থেকে লালবাগ রেল গেট পর্যন্ত ১০ ইঞ্চি ব্যাসের ৭ কিলোমিটার, ৮ ইঞ্চি ব্যাসের ১০ কিলোমিটার ও ৬ ইঞ্চি ব্যাসের ১৬ কিলোমিটারসহ মোট ৩৩ কিলোমিটার নতুন পানির লাইন স্থাপন করা হবে। এর ফলে মহানগরবাসীর দীর্ঘদিনের পানির সংকট দূর হবে। ঢেউটিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ৮ জানুয়ারি ॥ রবিবার বিকেল ৪টায় কুমিল্লার মেঘনা উপজেলায় ২ হাজার অসহায় ও গরিব দুস্থদের মধ্যে ঢেউটিন ও কম্বল বিতরণ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পর্ককৃত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভূঁইয়া এমপি। মেঘনা উপজেলা চেয়ারম্যান আব্দুস সালামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম তাজ, হারুন চেয়ারম্যান, মাইনউদ্দিন মুন্সী তপন, হালিমা আক্তার, লিটন আব্বাসী, ওসি সামছুদ্দিন, পিআইও আমিনা সুলতানা প্রমুখ।
×