ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কচুয়ায় গুদামের কর্মকর্তার কারাদণ্ড

প্রকাশিত: ০৩:৫২, ৯ জানুয়ারি ২০১৭

কচুয়ায় গুদামের  কর্মকর্তার কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৮ জানুয়ারি ॥ খাদ্য গুদামের চাল আত্মসাতের অভিযোগে কচুয়ার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ ছালাম মুন্সীকে ১৫ বছর ও সাবেক ইউপি সদস্য সাইফুলকে ১০ বছর কারাদ- দিয়েছেন চাঁদপুরের স্পেশাল ট্রাইবুন্যাল-২। একই সঙ্গে দু’জনকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। রবিবার বিকেল ৩টায় চাঁদপুর স্পেশাল ট্রাইবুন্যাল-২ এর বিচারক মামুনুর রশিদ এই রায় দেন। উল্লেখ্য, ২০১০ সালের ৮ এপিল কচুয়া খাদ্য গুদাম থেকে সরকারী চাল আত্মসাত করার সময় ট্রাক চালক সাইফুল ইসলাম ও হেল্পার মেহেদী হাসান আটক হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চাল আত্মসাতের ঘটনার সঙ্গে জড়িত কর্মকর্তা ছালাম ও ইউপি সদস্য সাইফুলসহ ৪ জনের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা করেন দুদক।
×