ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাবনায় আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ ॥ আহত ১২

প্রকাশিত: ০৩:৫১, ৯ জানুয়ারি ২০১৭

পাবনায় আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ ॥ আহত ১২

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৮ জানুয়ারি ॥ থেকে জানান, সাঁথিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এক পথচারী গুলিবিদ্ধ এবং দুই পুলিশসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মিরাজুল ইসলামের নামে সম্প্রতি দায়ের মামলা প্রত্যাহারের দাবিতে তার সমর্থকরা বেলা ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি পৌর এলাকা প্রদক্ষিণ শেষে বাজার এলাকায় গেলে প্রতিপক্ষরা ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে দুই গ্রুপ দুই পাশে অবস্থান নিয়ে একে অপরের দিকে ইট পাটকেল নিক্ষেপ ও গুলিবিনিময় শুরু করে। মারুফা খাতুন নামের এক পথচারী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান গুলিবিদ্ধ ও দুই পুলিশসহ ১২ জন আহত হয়।
×