ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে কলেজ জাতীয়করণ দাবি

দিনাজপুরে পুলিশ-জনতা পাল্টা ধাওয়া ॥ আহত ১৫

প্রকাশিত: ০৩:৫১, ৯ জানুয়ারি ২০১৭

দিনাজপুরে পুলিশ-জনতা পাল্টা ধাওয়া ॥ আহত ১৫

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের খানসামা ডিগ্রী কলেজকে জাতীয়করণের দাবিতে এলাকাবাসী রবিবার আধাবেলা হরতাল ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। বিক্ষোভ কর্মসূচী চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি ২৮ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় ৪ পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। ভাংচুর হয়েছে কয়েকটি মোটরসাইকেল। পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী খানসামা ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবিতে রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতাল কর্মসূচী পালন করে ওই কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ এলাকাবাসী। দুপুরে আন্দোলনকারীরা কলেজকে জাতীয়করণসহ আটককৃতদের মুক্তিদের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি খানসামা থানার সামনে আসলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয় ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশের এক এএসআইসহ ১৫ জন আহত হয়। পরে জেলা থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১ জনকে আটক করে। গ্রেফতার অভিযান চলছে। এর আগে এই আন্দোলন কর্মসূচীকে কেন্দ্র করে রাতে ৫ জনকে আটক করে পুলিশ। রাতে আটককৃতরা হলেনÑ রাকেশ গুহ, আব্দুল লতিফ রানা, সোলজার রহমান, রফিক রহমান ও আতাউর রহমান। শনিবার গভীররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এরা সবাই খানসামা ডিগ্রী কলেজ জাতীয়করণ বাস্তবায়ন কমিটির সদস্য। বীরগঞ্জ সার্কেল এএসপি সুজন সরকার জানান, এই ঘটনায় পুলিশের এএসআইসহ ৪ জন আহত হয়েছে। খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। জানা যায়, গত ১৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী ৩য় দফায় দেশের ৯টি ডিগ্রী কলেজকে জাতীয়করণের ঘোষণা দেন। এতে খানসামা উপজেলার পাকেরহাট ডিগ্রী কলেজের নাম তালিকায় উঠে আসে। কিন্তু দীর্ঘদিন ধরেই উপজেলার খানসামা ডিগ্রী কলেজকে জাতীয়করণের দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী। হঠাৎ করে এই কলেজটির নাম বাদ দিয়ে পাকেরহাট ডিগ্রী কলেজকে জাতীয়করণের ঘোষণা দেয়ায় এলাকাবাসী আন্দোলনে নামে। কাক্সিক্ষত দাবি পূরণ না হওয়ায় গত ১৫ ডিসেম্বর থেকে তারা আন্দোলন কর্মসূচী চালিয়ে আসছিল। এর আগে তারা মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। কর্মসূচী অনুযায়ী রবিবার আধাবেলা হরতাল ডাকে আন্দোলনকারীরা। নেত্রকোনা নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা থেকে জানান, এমপিওভুক্ত সকল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার উদ্যোগে রবিবার নেত্রকোনায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে। সকাল ১০টা থেকে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা আবু বকর সিদ্দিক, জেলা শিক্ষক সমিতির সভাপতি লুৎফুল হায়দার ফকির, সাধারণ সম্পাদক আজহারুল হক তুহিন, আলী আকবর, মজিুবুল ইসলাম, খসরু আহমেদ প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়। ময়মনসিংহ স্টাফ রিপোর্টার ময়মনসিংহ থেকে জানান, শিক্ষা জাতীয়করণসহ শতকরা ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট ও বৈশাখী উৎসব ভাতার দাবিতে ময়মনসিংহে শিক্ষকসমাজ মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করেছে। রবিবার সকালে শহরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে জেলা শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে শিক্ষক সমাজের দাবির সঙ্গে একমত পোষণ করে নানা শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নেন। এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলার শাখার সভাপতি শামছুন্নাহার বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলার শাখার সাধারণ সম্পাদক চাঁন মিয়া, যুগ্ম সম্পাদক এমদাদুল হক খান, সদর উপজেলার সভাপতি মোঃ জাফর আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শিক্ষক নেতা খন্দকার সুলতান আহমেদ প্রমুখ। ফরিদপুর নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর থেকে জানান, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ছয় দফা দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখা। পরে দাবির সমর্থনে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দেয়া হয়েছে স্মারকলিপি। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয় জেলা প্রশাসকরে কার্যালয়ের সামনে মুজিব সড়কে। কর্মসূচী চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি হায়দার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কে এস ইউসুফ আলী, সালথা উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক খায়রুল আলম এনায়েত, আঞ্চলিক সম্পাদক আজাদ আবুল কালাম প্রমুখ। চট্টগ্রাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে জানান, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)। রবিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানান সমিতির নেতৃবৃন্দ। এছাড়া কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সংগঠনটির পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। বাশিস নেতৃবৃন্দ বলেন, জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের বিকল্প নেই। তাঁরা শিক্ষক সমাজের ন্যায্য দাবি আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ঘোষিত কর্মসূচী সফল করার জন্য উদাত্ত আহ্বান জানান। মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাশিস আঞ্চলিক সভাপতি সৈয়দ লকিতুলাহ, শিক্ষক সংগ্রাম কমিটির আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক শিমুল মহাজন, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী প্রমুখ। বক্তারা আগামী ১৯ জানুয়ারি সকালে জেএম সেন হল চত্বরে বিভাগীয় শিক্ষক সমাবেশ এবং বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ কর্মসূচী সফল করতে বৃহত্তর চট্টগ্রামের শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানান।
×