ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাকহাটী জি.সি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী

প্রকাশিত: ০৩:৫০, ৯ জানুয়ারি ২০১৭

মাকহাটী জি.সি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ নানা আয়োজনের মাধ্যমে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী মাকহাটি জি.সি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী পালিত হয়েছে। রবিবার স্কুলটিতে এসএসসি ১৯৯১ সালের ব্যাচের সকল ছাত্রছাত্রীরা ২৫ বছর পর এই মিলন মেলার আয়োজন করেন। তুই ফেলে এসেছিস কারে মন মনরে আমার। এই সেøাগানকে বুকে ধারণ করেই ২৫ বছর আগের স্কুল জীবনের বন্ধুদের সঙ্গে কর্মজীবনের এই মিলন মেলা। ঐ ব্যাচের সকল ছাত্রছাত্রী স্কুল জীবন পার করে কেউ হয়েছে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ শিল্পপতিসহ ভাল অবস্থানে পৌঁছেছে এমনটাই লক্ষ্য করা গেছে পুনর্মিলনীতে। দিনব্যাপী অনুষ্ঠানটিতে ১৯৯১ সালের প্রাক্তন ব্যাচের প্রায় ৬০ ছাত্রছাত্রী এবং বিবাহিত জীবনের জীবন সঙ্গী ও ছেলে সন্তান ও তাদের বন্ধু বান্ধব মিলিয়ে প্রায় ৮শ’ লোকের সমাগম ঘটে। ছাত্রছাত্রীরা প্রথমে স্কুলটি পরিদর্শন করে প্রধান শিক্ষকের সঙ্গে সাক্ষাত করেন। সেখানে একটি আলোচনা সভা করেন। তারপর স্কুলটির বিভিন্ন শ্রেণী কক্ষে ঢুকে ছাত্রছাত্রীদের উৎসাহ দিয়ে বলেন, দেখ এই স্কুলে পড়ে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছি। মেয়েরাও ভাল স্থানে চাকরি করছেন। তোমরা চেষ্টা করো তোমরাও পারবে। এভাবে স্কুলের সকল ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করেন প্রাক্তন ছাত্রছাত্রীরা। পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এই স্কুলটির প্রাক্তন ছাত্র নারায়ণগঞ্জের নীট কনসার্ন গ্রুপের বিশিষ্ট শিল্পপতি জাহাঙ্গীর হোসেন মোল্লার সার্বিক সহযোগিতায় তার নিজ বাড়িতে দুপুর ও রাতে খাবারের আয়োজন করা হয়।
×