ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন বছরে জিডিপিতে পুঁজিবাজারের অবদান বাড়বে ৩০ শতাংশ

আজ থেকে শুরু তিন দিনব্যাপী উন্নয়ন মেলা

প্রকাশিত: ০৩:৪২, ৯ জানুয়ারি ২০১৭

আজ থেকে শুরু তিন দিনব্যাপী উন্নয়ন মেলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী তিন বছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পুঁজিবাজারের অবদান ৩০ শতাংশ বাড়বে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেএএম মাজেদুর রহমান। তিনি বলেন, বর্তমানে জিডিপিতে পুঁজিবাজারের অবদান ২০ শতাংশ। তিন বছরে এটি বেড়ে ৫০ শতাংশ হবে। রবিবার ডিএসই প্রাঙ্গণে ‘উন্নয়ন মেলা-২০১৭’ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। কিসের ভিত্তিতে জিডিপিতে পুঁজিবাজারের অবদান এত বাড়বে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মাজেদুর রহমান বলেন, পুঁজিবাজার জিডিপির কোথাও ৭০ শতাংশ, কোথাও ৮০ শতাংশ, কোথাও ১০০ শতাংশ আছে, কোথাও ১২০ শতাংশের মতো আছে। ৪০০ শতাংশ আছে হংকংয়ে।’ ‘আমরা পুঁজিবাজারে বেশকিছু ভাল কোম্পানি নিয়ে আসার চেষ্টা করব। যেমন বিদেশী কিছু কোম্পানি আছে, বহুজাতিক কোম্পানি আছে, আমাদের লোকাল কর্পোরেট আছে। সেই কোম্পানিগুলো যখন আসবে, তখন জিডিপিতে আমাদের পুঁজিবাজারের অবদান ৫০ শতাংশ হবে আমার দৃঢ় বিশ্বাস’ বলেন মাজেদুর রহমান। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান বলেন, বাজারের যেসব ইন্ডিকেটর আমরা দেখতে পারছি, সেগুলো পুঁজিবাজারের দিকে বিনিয়োগেরই ইঙ্গিত করে। বাজার মূলধন বাড়লে এটা অটোমেটিক বাড়বে। বাজার মূলধন বাড়াবে কারণ পাবলিক আসবে, বিনিয়োগকারীরা ক্রিয়েট (সৃষ্টি) হয়েছে। নতুন নতুন কোম্পানি আসবে, পাইপ লাইনে অনেক কোম্পানি আছে। ‘স্বচ্ছতার জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে সংস্কার আনা হয়েছে। যদি কোন কোম্পানি এক টাকা প্রিমিয়ামেও আসতে চায়, তাহলে বুক বিল্ডিং পদ্ধতিতে আসতে হবে। আরও অনেক সংস্কার করেছি। আইন-কানুন অনেক শক্ত করেছি। এছাড়া মানিমার্কেটের সুদের হার এখন অনেক কম আছে। সুদের হারসহ সব ইন্ডিকেটর অনেক কম আছে। এ সবর ওপর ভিত্তি করেই অনুমান করতে হয়। মেলার বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় পুঁজিবাজার’ এই সেøাগান নিয়ে ৯ থেকে ১১ জানুয়ারি ঢাকাসহ ২৮টি জেলায় উন্নয়ন মেলা-২০১৭ অনুষ্ঠিত হবে। প্রান্তিক পর্যায়ে পুঁজিবাজার ও অর্থনীতির উন্নয়ন জানানো এ মেলার প্রধান লক্ষ্য। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান, ডিবিএর সভাপতি আহমেদ রশিদ লালী, বিএমবিএর সভাপতি ছায়েদুর রহমান প্রমুখ। মেলায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, ডিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশন (বিএমবিএ), সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল), ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, এ্যাসোসিয়েশন অব এ্যাসেট ম্যানেজম্যান্ট কোম্পানিজ এ্যান্ড মিউচুয়াল ফান্ডের সম্মিলিতভাবে ২৮ জেলায় ১টি করে স্টল থাকবে। তিন দিনব্যাপী মেলা আজ সোমবার থেকে শুরু হয়ে, চলবে বুধবার পর্যন্ত। ঢাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিল্পকলা একাডেমিতে মেলা চলবে। মেলায় গত ৫ বছরের পুঁজিবাজারের উন্নয়ন প্রান্তিক জনগণের কাছে তুলে ধরা হবে। মেলা সুন্দরভাবে পরিচালনা করতে ৫৬ সদস্যবিশিষ্ট একটি তদারকি টিম গঠন করা হয়েছে। এদের মধ্যে দুই জন করে ২৮ জেলার দায়িত্ব পালন করবেন। এছাড়াও সাত সদস্যের একটি পরিদর্শক টিম থাকবে তারা ২৮ জেলা পরিদর্শন করবে। প্রথমবার অনুষ্ঠিত মেলার সেøাগান হচ্ছে, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় পুঁজিবাজার। ঢাকাসহ এই মেলায় অংশ নেয়া জেলাগুলো হচ্ছেÑ বন্দরনগরী চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, কুমিল্লা, বগুড়া, ফরিদপুর, বরিশাল, পাবনা, নরসিংদী, নারায়ণগঞ্জ, নওগাঁ, ময়মনসিংহ, টাঙ্গাইল, রংপুর, রাজশাহী, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, খুলনা, ফেনী, যশোর, জামালপুর, সিরাজগঞ্জ, গাজীপুর ও ব্রাহ্মণবাড়িয়া। সরকারের উদ্যোগ, বাস্তবায়ন ও উন্নয়ন সম্পর্কিত এই মেলায় সরকারের উন্নয়ন সম্পর্কিত কার্যক্রম জনগণের কাছে তুলে ধরা হবে। এই লক্ষ্যে এরই মধ্যে প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আর এই মেলার প্রধান সন্বয়কের দায়িত্ব পালন করছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান।
×