ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ছয় কোম্পানি লভ্যাংশ পাঠিয়েছে

প্রকাশিত: ০৩:৩৭, ৯ জানুয়ারি ২০১৭

ছয় কোম্পানি লভ্যাংশ পাঠিয়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। কোম্পানিগুলো হলো- এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, দেশ গার্মেন্টস, ফু-ওয়াং সিরামিক, মিথুন নিটিং, ন্যাশনাল টিউবস ও ইয়াকিন পলিমার। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সিডিবিএলের মাধ্যমে কোম্পানিগুলোর লভ্যাংশের শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে এ্যাপোলো ইস্পাত ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। একই বছরে দেশ গার্মেন্টস ৩০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। এছাড়া ফু-ওয়াং সিরামিক, ন্যাশনাল টিউবস ও ইয়াকিন পলিমার ১০ শতাংশ করে বোনাস ও মিথুন নিটিং ২০ শতাংশ বোনাস লভ্যাশ দিয়েছে।
×