ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে টানা ১০ দিন পর মূল্য সংশোধন

প্রকাশিত: ০৩:৩৭, ৯ জানুয়ারি ২০১৭

পুঁজিবাজারে টানা ১০ দিন  পর মূল্য সংশোধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা ১০ কার্যদিবস সূচকের উত্থানের পর রবিবার মূল্য সংশোধন হয়েছে দেশের পুঁজিবাজারে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৬৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সূচকের সঙ্গে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে এক হাজার ৭৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৭০ কোটি ৩৬ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে এক হাজার ২৪৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৯, কমেছে ২১১ এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৫৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২১৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৬০ পয়েন্টে। আইডিএলসি ইনভেস্টমেন্টের বাজার পর্যালোচনায় দেখা গেছে, রবিবারে সকাল থেকেই বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতা দেখা যায়। দিনটিতে স্বল্প মূলধনী কোম্পানিকে ঘিরে লেনদেন চলে। বেশ কিছু স্বল্প মূলধনী কোম্পানির বিক্রেতাশূন্য অবস্থায় লেনদেন চলে। দিনটিতে সার্বিক সূচক কমেছে দশমিক ৫ শতাংশ। সবমিলে সার্বিকভাবে ডিএসইতে লেনদেন কমেছে ১৩.৭০ শতাংশ। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো, পেনিনসুলা চট্টগ্রাম, আরএসআরএম স্টিল, ইফাদ অটোস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, সাইফ পাওয়ার, আর্গন ডেনিমস, শাশা ডেনিমস, বিডি থাই ও এ্যাপোলো ইস্পাত। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ আইসিবি, রংপুর ফাউন্ড্রি, নদার্ন জুটস, হাক্কানী পাল্প, ফারইস্ট নিটিং, সিঙ্গার বিডি, এমবে ফার্মা, সোনালী আঁশ, অগ্নি সিস্টেম ও ন্যাশনাল টি। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সামাতা লেদার, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, সুহৃদ ইন্ড্রাস্টিজ, ফারইস্ট ফাইনান্স, ইয়াকিন পলিমার, এমারেল্ড অয়েল, রিপাবলিক, ইউনিয়ন ক্যাপিটাল, আরএন স্পিনিং ও মাইডাস ফাইনান্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৩৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৮, কমেছে ১৮৩ এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো, আরএসআরএম স্টিল, আর্গন ডেনিমস, সাইফ পাওয়ার টেক, পেনিনসুলা চট্টগ্রাম, জিপিএইচ ইস্পাত, ন্যাশনাল ব্যাংক, বিডি থাই, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও এ্যাপোলো ইস্পাত।
×