ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দলীয় তহবিলের উৎস প্রকাশের উদ্যোগ নিলেন মোদি

প্রকাশিত: ০৩:৩১, ৯ জানুয়ারি ২০১৭

দলীয় তহবিলের উৎস প্রকাশের উদ্যোগ নিলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫টি রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুর্নীতির বিরুদ্ধে তার উদ্যোগ জোরদার করেছেন। তিনি শনিবার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, বিজেপির তহবিল প্রকাশে দল স্বেচ্ছাসক্রিয় থাকবে এবং এ ধারা অনুসরণের জন্য অন্যান্য দলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। প্রধানমন্ত্রী বিজেপি জাতীয় নির্বাহীর এক ভাষণে বলেন, আমাদের তহবিল কোথা থেকে আসে তা জানার অধিকার জনগণের রয়েছে। তিনি আভাস দিয়ে বলেন, এ উদ্যোগ ও সরকারের নোট বাতিল উদ্যোগ সমকালীন ও একই ধরনের পদক্ষেপ। প্রধানমন্ত্রীর এর আগের বিবৃতিতে যুক্তি দেখানো হয় যে, অর্থনৈতিক সংস্কার প্রচার অভিযান সম্পূর্ণভাবে প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে এবং তাই রাজনৈতিক তহবিল স্বচ্ছতা ক্রমেই জোরালো করার জন্য রাজনৈতিক শ্রেণীকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওই বিবৃতির প্রেক্ষাপটে মোদির শনিবারের মন্তব্যে একটা সম্ভাবনা বেড়ে যাচ্ছে যে, সরকার ৩১ জানুয়ারি শুরু হওয়া পার্লামেন্টের বাজেট অধিবেশনে এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করবে। মোদি ইঙ্গিত দেন যে, অধিবেশনের আগে বা অধিবেশন চলাকালীন বিষয়টি নিয়ে আলোচনার জন্য তিনি রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি বৈঠক আহ্বান করবেন। উচ্চপদস্থ সরকারী সূত্র শনিবার টাইমস অব ইন্ডিয়াকে বলেছে, সব দল সম্মত না হলেও প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে এগিয়ে যেতে অত্যন্ত আগ্রহী।
×