ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচী চীনও বসে থাকবে না ॥ গ্লোবাল টাইমস

প্রকাশিত: ০৩:৩১, ৯ জানুয়ারি ২০১৭

ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচী চীনও বসে থাকবে  না ॥ গ্লোবাল  টাইমস

‘ভারতের উচিত ক্ষেপণাস্ত্র জ্বর থেকে ঠা-া হওয়া’। এমন শিরোনামে চীনের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল টাইমসে এক সম্পাদকীয়তে নয়াদিল্লীকে সাবধান করে বলেছে, ভারত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে জাতিসংঘের পরমাণু অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সীমা লঙ্ঘন করেছে। সম্প্রতি ভারত পরমাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র অগ্নি-৪ এর সফল পরীক্ষা চালিয়েছে। এর পাল্লা চার হাজার কিলোমিটার। ভারতীয় গণমাধ্যমে এর সক্ষমতা নিয়ে বলা হয়, পুরো চীন এখন এই ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে। সম্ভাব্য চীনা আগ্রাসন রুখতে এটি সক্ষম হবে। খবর ডন অনলাইনের। পত্রিকাটির দাবি, ভারত যদি ক্ষেপণাস্ত্র কর্মসূচী নিয়ে অনেক দূর এগিয়ে যায় তাহলে বেজিংও চুপচাপ বসে থাকবে না। পত্রিকাটিতে মূলত চীন সরকারের মতামত প্রতিফলিত হয়। ফলে সম্পাদকীয়তে লেখা এই বক্তব্য আদৌতে চিন সরকারেরই বক্তব্য বলে মনে করা হচ্ছে। গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে বলা হয়, পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ভারত জাতিসংঘের সীমা লঙ্ঘন করেছে। পরমাণু ক্ষেত্রে ভারত যেসব সুবিধা পাচ্ছে পাকিস্তানেরও সেসব সুবিধা পাওয়া উচিত। এমনকি ভারতের মতোই পরমাণু শক্তি হিসেবে পাকিস্তানকেও মেনে নেয়া উচিত বলে মত চীনা সংবাদমাধ্যমের।
×