ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যান কোটস

প্রকাশিত: ০৩:৩১, ৯ জানুয়ারি ২০১৭

ট্রাম্পের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যান কোটস

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে ড্যান কোটসকে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেটে পাস হলেই তার নিয়োগ নিশ্চিত হবে। জেমস ক্ল্যাপারের স্থলাভিষিক্ত হবেন তিনি। খবর বিবিসির। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সাবেক সিনেটর কোটস বর্তমানে সিনেট ইনটেলিজেন্স কমিটিতে কাজ করছেন। কোটস সম্পর্কে ট্রাম্প বলেন, কোটস দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব প্রদান করবেন এবং বিরামহীন নজরদারির মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করে যারা আমাদের দেশের ক্ষতি করার পরিকল্পনা করছে তাদের বিরুদ্ধে আমার প্রশাসনকে ব্যবস্থা নিতে সাহায্য করবেন। এক বিবৃতিতে কোটস বলেন, আমার কাছে আমেরিকার সুরক্ষার চাইতে বড় আর কিছু নেই এবং এটা বাস্তবায়ন করতে আমি আমার সর্বোচ্চ ক্ষমতা কাজে লাগাবো। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর জাতীয় গোয়েন্দা সংস্থার মহাপরিচালকের পদ সৃষ্টি করা হয়। গোয়েন্দা তথ্য বিষয়ে তিনি প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টার ভূমিকা পালন করেন। যুক্তরাষ্ট্রে সিআইএসহ মোট ১৭টি গোয়েন্দা সংস্থা স্বাধীনভাবে কাজ করে।
×