ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ব সঙ্কট নিরসনে রাশিয়ার সঙ্গে কাজ করবেন ট্রাম্প

প্রকাশিত: ০৩:৩১, ৯ জানুয়ারি ২০১৭

বিশ্ব সঙ্কট নিরসনে রাশিয়ার  সঙ্গে কাজ করবেন ট্রাম্প

মার্কিন নির্বাচনে রাশিয়ার প্রভাব নিয়ে বিতর্কের মাঝেই বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে দেশটির সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক রাখাই হবে উত্তম এবং এর বিরোধিতাকারীদের ‘বোকা’ ও ‘নির্বোধ’ বলে অভিহিত করেছেন। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাল সম্পর্কের বিরোধীদের সমালোচনা করে শনিবার তিনি একাধিক টুইটে তিনি এ কথা বলেছেন। খবর বিবিসি ও এএফপির। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জয়ী করতে চেষ্টা করেছিলেন বলে একটি গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসার পর তিনি এ মন্তব্য করেন। এছাড়া প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের প্রচার শিবিরে সাইবার হামলার জন্য ডেমোক্র্যাটদেরই দোষারোপ করে ট্রাম্প বলেছেন, সার্ভারে হ্যাকারদের প্রবেশের সুযোগ দেয়ার জন্য তাদের ‘চরম গাফিলতি’ দায়ী। তিনি এক টুইটে বলেন, রাশিয়ার সঙ্গে ভাল সম্পর্ক থাকা ‘কোন খারাপ কিছু নয়’ এবং ‘শুধু নির্বোধ ব্যক্তি বা বোকারাই মনে করবে যে, এটা খারাপ!’ তিনি অপর এক টুইটে বলেন, তিনি যখন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন, তখন যুক্তরাষ্ট্রকে এখনকার চেয়ে অনেক বেশি সম্মান করবে রাশিয়া। নির্বাচনী প্রচারের সময়ও অনেকবারই রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহের কথা জানিয়েছেন নিউইয়র্কের এই আবাসন ব্যবসায়ী। মার্কিন গোয়েন্দারা নির্বাচনী প্রচারে রাশিয়ার হ্যাকিংয়ের যে দাবি করে আসছেন তা নিয়েও বার বার প্রশ্ন তুলেছেন তিনি। ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটিকে (ডিএনসি) ইঙ্গিত করে শনিবার আরেক টুইটে ট্রাম্প বলেন, এই হ্যাকিং নিয়ে আলোচনার একমাত্র কারণ হচ্ছে, ডেমোক্র্যাটরা যে ক্ষতির শিকার হয়েছেন তা এত বড় যে তাতে তারা ‘পুরোপুরি লজ্জিত’। নির্বাচনী প্রচারের সময় ডিএনসির ই-মেইল এ্যাকাউন্টে হামলা করে হ্যাকাররা। বিষয়টি নিয়ে শুক্রবার মার্কিন শীর্ষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদন প্রকাশ হয়, যাতে বলা হয় ডেমোক্র্যাট প্রার্থী হিলারিকে হেয় করে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের জয়ের সম্ভাবনা বাড়াতে উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছিলেন পুতিন। এদিকে ওই প্রতিবেদন নিয়ে গোয়েন্দা প্রধানদের বক্তব্য শোনার পর ট্রাম্প রাশিয়া নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের মধ্যে ‘যারা এই কাজ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা রয়েছে তার। তবে এটা নির্বাচনের ফলে কোন প্রভাব ফেলেনি। এছাড়া এই প্রতিবেদন নিয়ে এখন কোন প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। তবে আগে বেশ কয়েকবারই মার্কিন নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ অস্বীকার করে মস্কো। তবে এক শীর্ষ রুশ আইনপ্রনেতা শনিবার মার্কিন গণতন্ত্রকে খাটো করার জন্য ওবামা প্রশাসনকেই দায়ী করেছেন।
×