ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্লোরিডায় বিমানবন্দরে গুলি ॥ সহিংসতার অভিযোগে সান্টিয়াগোর বিরুদ্ধে মামলা

সন্ত্রাসী হামলা হতে পারে

প্রকাশিত: ০৩:৩১, ৯ জানুয়ারি ২০১৭

সন্ত্রাসী হামলা হতে পারে

ফ্লোরিডার লডারডেল এয়ারপোর্টে শুক্রবার সংঘটিত গুলিবর্ষণের ঘটনাকে সন্ত্রাসী ঘটনা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়নি মার্কিন কর্তৃপক্ষ। ওই ঘটনায় পাঁচজন নিহত ও আটজন আহত হয়। সন্ত্রাসী দৃষ্টিভঙ্গী ওই হামলার একটি সম্ভাব্য কারণ হয়ে থাকতে পারে বলে কর্মকর্তারা শনিবার বলেছেন। হামলাকারী হিসেবে ইতোমধ্যেই ২৬ বছর বয়সী ইরাক ন্যাশনাল গার্ডের সাবেক এক সদস্যকে আটক করা হয়েছে। খবর ওয়াশিংটন পোস্ট অনলাইনের। আটক ব্যক্তির নাম এস্টেবান সান্টিয়াগো। শুক্রবার টার্মিনাল ২ এর লাগেজ অংশে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করেন তিনি। নয় মিলিমিটার সেটিম অটোমেটিক হ্যান্ডগানের গুলি শেষ না হওয়া পর্যন্ত আশেপাশের প্রত্যেকের মাথা লক্ষ্য করে তিনি গুলি চালাতে থাকেন। সান্টিয়াগো ইরাকে ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নে এক বছর কাজ করেন। গত আগস্টে তিনি চাকরিচ্যুত হন। তার মানসিক সমস্যা আছে বলে কোন কোন গণমাধ্যমে খবর এসেছে। যুক্তরাষ্ট্র থেকে ক্যারিবীয় ও লাতিন আমেরিকান দেশগুলোতে যাওয়ার পথে ফ্লোরিডার এই এয়ারপোর্ট একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এফবিআইয়ের মায়ামি ডিভিশনের স্পেশাল এজেন্ট ইনচার্জ জর্জ পিরো বলেছেন, ‘আমরা সম্ভাব্য সব সম্ভাবনাই খতিয়ে দেখছি। সন্ত্রাসবাদের দৃষ্টিকোণ থেকেও বিষয়টি দেখার চেষ্টা করছি। সন্ত্রাসী দৃষ্টিভঙ্গী গুলি চালাতে উদ্বুদ্ধ করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সবগুলো ইঙ্গিত বলছে যে তিনি একাই ওই হামলা চালিয়েছেন।’ তিনি আরও জানিয়েছেন, সান্টিয়াগো গত নবেম্বর থেকে এএফবিআইয়ের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। সান্টিয়াগোর বিরুদ্ধে শনিবার আগ্নেয়াস্ত্র অপরাধ এবং এয়ারপোর্টে সহিংসতা চালানোর দায়ে মামলা করা হয়েছে বলে ফেডারেল প্রসিকিউটর উইফ্রেডো ফেরার জানিয়েছেন। এছাড়া স্টেট প্রসিকিউটররা তার বিরুদ্ধে পৃথকভাবে হত্যা মামলা করতে পারেন। সেটি করা হবে কি না সে বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। অপরাধ প্রমাণিত হলে তার মৃত্যুদ- হতে পারে। সোমবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। লডারডেল এয়ারপোর্টে শুক্রবারের হামলায় কোন লুকানো আগ্নেয়াস্ত্রের ব্যবহার করা হয়নি। ব্যাগে অস্ত্র থাকার কথা সান্টিয়াগো কর্তৃপক্ষকে আগেই জানিয়েছিলেন। এই ঘটনা দেশটিতে বিদ্যমান আগ্নেয়াস্ত্র আইন এবং এয়ারপোর্টগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন আবার সামনে নিয়ে এসেছে। ৯/১১ হামলার ঘটনাই আবার নতুন করে মনে করিয়ে দিয়েছে। ফ্লোরিডা থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ডেবি ওয়াশারম্যান শুলজ (ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির প্রধান) বলেছেন, আগ্নেয়াস্ত্র আইন নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন। এছাড়া এই আইন সংশোধনের বিষয়ে নিষ্ক্রিয় ভূমিকার জন্য সরকারের সমালোচনা করেছেন কানেক্টিকাট থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ক্রিস মারফি। সান্টিয়াগোর বাড়ি আলাস্কার এ্যাঙ্কোরাজে। তিনি এ্যাঙ্কোরাজ থেকে মিনিয়াপেলিস (মিনেসোটা অঙ্গরাজ্য) হয়ে ফ্লোরিডার ফোর্ট লডারডেলে আসেন। সান্টিয়াগো মানসিক চিকিৎসা নিচ্ছিলেন। তবে তিনি কী ধরনের চিকিৎসা নিতেন তা জানা যায়নি। গত নবেম্বরে তিনি একবার এ্যাঙ্কোরাজের স্থানীয় এফবিআই অফিসে যান। ওই সময় তিনি ‘অস্বাভাবিক আচরণ’ করেন বলে এফবিআইয়ের নথি থেকে জানা গেছে। সেই আচরণের জন্য তাকে পুলিশ ডেকে মানসিক চিকিৎসা কেন্দ্রে পাঠাতে হয়েছিল।
×