ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উগ্রবাদ থেকে উত্তরণে প্রয়োজন সাংস্কৃতিক কর্মকাণ্ড

প্রকাশিত: ০৮:৪০, ৮ জানুয়ারি ২০১৭

উগ্রবাদ থেকে উত্তরণে প্রয়োজন সাংস্কৃতিক কর্মকাণ্ড

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ ধর্মনিরপেক্ষতার চেতনা নিয়ে জন্ম হয়েছিল বাংলাদেশের। কিন্তু বর্তমানে সাম্প্রদায়িক উগ্রবাদ দেখা যাচ্ছে। আর এসকল সাম্প্রদায়িক উগ্রবাদ থেকে উত্তরণের জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ড খুবই প্রয়োজন। শনিবার ঢাকা বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিজয় একাত্তর হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মফিজুর রহমান, ঢাবি এ্যাথলেটিক কমিটির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. জিয়াউল হক মামুন, হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির রাসেল আহমেদ প্রমুখ। মোট ১৪টি ইভেন্টে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
×