ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারতের কারাগারে অনশনে ৪ বাংলাদেশী

প্রকাশিত: ০৮:৩৬, ৮ জানুয়ারি ২০১৭

ভারতের কারাগারে অনশনে ৪ বাংলাদেশী

বিডিনিউজ ॥ কারাভোগের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দ্রুত মুক্তির দাবিতে ভারতের রাজস্থানের আলওয়ার কারাগারের ডিটেনশন সেন্টারে গত দুইদিন ধরে অনশন করছেন চার বাংলাদেশীসহ নয়জন। বাকিদের মধ্যে পাকিস্তানের পাঁচ নাগরিক রয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে। আলওয়ার কারাগারের অতিরিক্ত মহাপরিচালক সুধাকর জাউহারি বলেন, “তাদের কাউকেই অবৈধভাবে আটকে রাখা হয়নি। ভারত সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিপত্র এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।” আলওয়ার জেলার এসপি রাহুল প্রকাশও তাদের মুক্তির জন্য ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজনের কথা বলেছেন। এর প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া বলছে, ওই ডিটেনশন সেন্টারে ১৭ জন বিদেশী নাগরিক আটক আছেন। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
×