ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাবি আইবিএ ক্যান্টিনে শিক্ষক লাঞ্ছিত

প্রকাশিত: ০৮:২১, ৮ জানুয়ারি ২০১৭

ঢাবি আইবিএ ক্যান্টিনে শিক্ষক লাঞ্ছিত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ক্যান্টিনে এক শিক্ষককে লাঞ্ছিত করেছে ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগের ঐ নেতা ক্যান্টিনের কর্মচারীদের সঙ্গেও দুর্ব্যবহার করে বলেও জানা গেছে। শিক্ষককে লাঞ্ছনাকারী ওই ছাত্রলীগ নেতা সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি মনির হোসাইন। ভুক্তভোগী শিক্ষক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজীম উদ্দিন খান। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিক্ষক যখন খাবার খাচ্ছিলেন এমন সময় ছয়-সাতজন নেতাকর্মী নিয়ে ক্যান্টিনে প্রবেশ করে মনির। এসময় ক্যান্টিনে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ভিড় ছিল। এতে খাবার দিতে কিছুটা বিলম্ব হওয়ায় সে ক্যান্টিনের কর্মচারীদের ওপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন ওই শিক্ষক নিজের পরিচয় দিয়ে তাকে গালিগালাজ না করে সুন্দরভাবে কথা বলার জন্য অনুরোধ করেন। এতে ওই ছাত্রলীগ নেতা শিক্ষকের ওপরেও চড়াও হয়। পরে ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন। ঘটনার বিষয়ে ভুক্তভোগী শিক্ষক তানজীম উদ্দীন খান বলেন, ওই ছেলেটি (মনির) ক্যান্টিন বয়দের অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। তখন আমি তাকে মার্জিত ভাষায় কথা বলার অনুরোধ করলে, সে আমার ওপর চড়াও হয়। এ বিষয়ে জানতে ছাত্রলীগ নেতা মনির বলেছে স্যারের সঙ্গে কোনো ঝামেলা হয়নি। ক্যান্টিন বয়কে একটু ধমক দিলে তা নিয়ে স্যারের সঙ্গে ভুলবোঝাবুঝির সৃষ্টি হয়।
×