ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু মেডিক্যালে ধোঁয়ার কুন্ডলী, আতঙ্ক

প্রকাশিত: ০৮:১৮, ৮ জানুয়ারি ২০১৭

বঙ্গবন্ধু মেডিক্যালে ধোঁয়ার কুন্ডলী, আতঙ্ক

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আন্ডার গ্রাউন্ডে শনিবার সকালে ধোঁয়ার কু-লী সৃষ্টি হয়। এক পর্যায়ে ভবনের বাইরে ছড়িয়ে পড়ে ধোঁয়া। কেবিন ব্লকের রোগী ও আশপাশের লোকজনের মধ্যে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়। বিশ মিনিটের বেশি সময় ধরে এমন অবস্থা বিরাজ করে। তবে আগুন লাগেনি বলে দাবি করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগুন নয়, ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্টে ধোঁয়ার সৃষ্টি হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হয়নি। ধোঁয়া সৃষ্টির ঘটনার কারণ উদঘাটনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আন্ডার গ্রাউন্ডে শনিবার বেলা সোয়া ১১টার দিকে ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্টের ফ্রিকশনে সামান্য ধোঁয়া পরিলক্ষিত হয়। এরপর দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে এবং ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্টের বৈদ্যুতিক লাইন বন্ধ করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় সহায়তার পর তারা চলে যান।
×