ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার জঙ্গীবাদে অর্থদাতাদের বিরুদ্ধে অভিযান ॥ আইজি

প্রকাশিত: ০৮:০৯, ৮ জানুয়ারি ২০১৭

এবার জঙ্গীবাদে অর্থদাতাদের বিরুদ্ধে অভিযান ॥ আইজি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ দেশ থেকে জঙ্গীবাদ প্রায় নির্মূল হয়েছে। এবার জঙ্গীবাদের অর্থ যোগানদাতা ও মদদদাতাদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘টেররিজম : ওয়েভ অব ইসলামিক স্টেট’ শীর্ষক দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক এসব কথা বলেন। ঢাবির অপরাধ বিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মারগারিটা কুলোনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান। শহীদুল হক বলেন, জঙ্গীদের জীবিত ধরতে সর্বাত্মক চেষ্টা করা হয়। কিন্তু জঙ্গীরা পুলিশকে আক্রমণ করলে, আত্মসমর্পণের আহ্বানে সাড়া না দিলে এমনকি আত্মঘাতী হওয়ার চেষ্টা করলে হতাহতের ঘটনা ঘটে। জঙ্গীবাদকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে এটি মোকাবেলায় সবার সহায়তা ও সচেতনতা প্রত্যাশা করেন তিনি।
×