ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রেললাইনের নাটবল্টু খোলা

অল্পের জন্য বেঁচে গেল শত শত ট্রেনযাত্রী

প্রকাশিত: ০৮:০৫, ৮ জানুয়ারি ২০১৭

অল্পের জন্য বেঁচে গেল শত শত ট্রেনযাত্রী

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ৭ জানুয়ারি ॥ রংপুরের বদরগঞ্জে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে রংপুর-পার্বতীপুর রুটের একটি ট্রেনের শতশত যাত্রী। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনাটি ঘটে রংপুর-পার্বতীপুর রেললাইনের বদরগঞ্জ স্টেশনের অদূরে ভুটুয়ারবাজার নামক স্থানে। সন্দেহ করা হচ্ছে নাশকতার উদ্দেশে কে বা কারা রেললাইনের সংযোগ স্থানের নাট-বল্টু খুলে বিচ্ছিন্ন করে রাখে। এ ঘটনায় ওই রুটে প্রায় তিনঘণ্টা ধরে চারটি ট্রেনের হাজার হাজার যাত্রী আটকা পড়েন। নাট-বল্টু খুলে ফেলার ঘটনাটি বুঝতে পেয়ে বদরগঞ্জ স্টেশন মাস্টারকে এক পথচারী জানালে তাৎক্ষণিকভাবে চারটি ট্রেন থামানোর হয়। লাইন মেরামতের পর রাত ৯টার দিকে রংপুর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
×