ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

(সাধারণ বিজ্ঞান)-১

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৬:৪৬, ৮ জানুয়ারি ২০১৭

বিসিএস কর্নার

১। একটি লালফুলকে সবুজ আলোয় কেমন দেখায়? ক. হলুদ খ. নীল গ. কালো ঘ. সাদা ২। ঢ-জধু উৎপাদনে কোন রশ্মি ব্যবহৃত হয়? ক. গামা রশ্মি খ. আপতিত রশ্মি গ. ক্যাথোড রশ্মি ঘ. কোনটিই নয়। ৩। তরল পদার্থের প্রসারণ বলতে কি রকম প্রসারণ বুঝায়? ক. আয়তন প্রসারণ খ. দৈর্ঘ্য ও ক্ষেত্র প্রসারণ গ. প্রস্থের প্রসারণ ঘ. ক্ষেত্র প্রসারণ ৪। গ্লুকোজের স্থ’ল সংকেত কোনটি? ক. ঈঐঙ খ) ঈঐ২ঙ গ. ঈ২ঐ২ঙ৩ ঘ. ঈ২ঐ ০ ৫। শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি? ক. শূন্য মাধ্যমে খ. তরল মাধ্যমে গ. কঠিন মাধ্যমে ঘ. বায়বীয় মাধ্যমে। ৬। কাঁদুনে গ্যাসের অপর নাম কি? ক. ক্লোরোপিকারিন খ. ফসজিন গ্যাস গ. নাইট্রোজেন গ্যাস ঘ. মিথেন ৭। সিস্টোলিক চাপ হলো- ক. হৃদপি-ের প্রসারণ খ.হৃদপি-ের সংকোচন গ. উভয়ই ঘ. কোনটিই নয়। ৮। নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় ক. শিরার ভেতর দিয়ে খ. স্নায়ুর ভেতর দিয়ে গ. ধমনীর ভেতর দিয়ে ঘ. ল্যাকটিয়ারের ভেতর দিয়ে। ৯। সুষম খাদ্যে আমিষ, শর্করা ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কিরূপ? ক. ৪ঃ ১ঃ খ. ১ঃ ৪ঃ ১। গ. ৩ঃ ২ঃ ১ ঘ. ২ঃ ৩ঃ ১ ১০। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো- ক. জিপসাম খ. বালি গ. সাজিমাটি ঘ. চুনাপাথরে ১১। আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞান ক. মেটালার্জি খ. মোটিওরোলজি গ. অ্যাস্ট্রলোপি ঘ. মিনাব্যালজি। ১২। কোনটি বহুরূপী মৌল? ক. কার্বন খ. সিলিকন গ. হাইড্রোজেন ঘ. ক ও খ উভয়ই। ১৩। মানুষের মস্তিষ্কে শব্দের স্থায়িত্বকাল কত? ক. ১ সেকেন্ড খ. ০.১ সেকেন্ড গ. ১০ সেকেন্ড ঘ. ০.০১ সেকেন্ড। ১৪। ওয়াট কিসের একক? ক. রোধের খ. ওহমের গ. শক্তির ঘ. কাজের। বিসিএস সাধারণ বিজ্ঞান-২ ১৫। নিচের কোনটি নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ? ক. ইউরিয়া খ. মল গ. মূল ঘ. ঘর্ম ১৬। রাস্তা ও ছাদের আস্তরণ হিসেবে ব্যবহৃত পিচ কোনটি থেকে তৈরি হয়? ক. বিটুমিনাস কয়লা খ. পেট্টোলিয়ামের অবশেষ গ. এ্যামোনিয়ার কালো লিকার ঘ. খনিতে পাওয়া বিটুমিন। ১৭। কোন উদ্ভিদের কা- রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? ক. আদা খ. ফার্ন গ. ফনিমনসা ঘ. পাথরকুচি ১৮। ধানের বাদামী রোগ হয় ক. ছত্রাক দ্বারা খ. ভাইরাস দ্বারা গ. ব্যাকটিরিয়া দ্বারা ঘ. কোনটিই নয়। ১৯। বিষাক্ত নিকোটিন থাকে- ক. চায়ে খ. কফিতে গ. গাঁজায় ঘ. তামাকে। ২০। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান ক. কার্বন খ. ঈস্ট গ. নিথেন ঘ. নিয়ন। উত্তর ঃ ১। গ ২। গ ৩। ক ৪। খ ৫। গ ৬। ক ৭। খ ৮। গ ৯। খ ১০। খ ১১। খ ১২। ঘ ১৩। খ ১৪। গ ১৫। ক ১৬। ঘ ১৭। গ ১৮। ক ১৯। ঘ ২০। গ।
×