ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলা ২য় পত্র;###;মোঃ সেলিম আদ্-দীন

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৪৩, ৮ জানুয়ারি ২০১৭

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

পরিচালক শিকড় একাডেমি (একাডেমিক কেয়ার) ১২২, মনেশ্বর রোড, জিগাতলা, ঢাকা। প্রাক্তন প্রভাষক বাংলাদেশ ইনস্টিটিউট অব টিচার্স ট্রেনিং এন্ড রিসার্চ, কুমিল্লা। ০১৯১৪২০৪২৯৩ প্রিয় পরীক্ষার্থী, এস.এস.সি পরীক্ষা-২০১৭ তোমাদের খুব সন্নিকটে। এই স্বল্প সময়ের মধ্যে তোমাদের প্রস্তুতিতে পূর্ণতা আনতে আজ দেওয়া হল বাংলা ২য় পত্রের (রচনামূলক অংশ) গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। ১. অনুচ্ছেদ : ইন্টারনেট যানজট বিজয় দিবস স্বাধীনতা দিবস শহীদ দিবস ডিজিটাল বাংলাদেশ বৈশাখী মেলা খাদ্যে ভেজাল সত্যবাদিতা গ্রাম্যমেলা তথ্য প্রযুক্তি। অতিথি পাখি শীতের সকাল বিশ্বায়ন পরিবেশ দূষণ নারী শিক্ষা সড়ক দুর্ঘটনা স্বাস্থ্যই সম্পদ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলা নববর্ষ বিদ্যালয়ের শেষ দিন ই-মেইল। ২. পত্র দরখাস্ত : ব্যক্তিগত পত্র : পরীক্ষা কৃতিত্ব প্রদর্শনের জন্য..... এস.এস.সি. পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভবিষ্যত জীবনের লক্ষ্য..... ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা..... সম্প্রতি তোমার পড়া বই সম্পর্কে মতামত..... এস.এস.সি. পরীক্ষার পর অবসর দিনগুলো.....। কম্পিউটার শিক্ষার গুরুত্ব ..... বই মেলার বর্ণনা..... ছাত্রজীবনে রাজনীতিতে জড়িত হওয়ার কুফল..... বিজ্ঞান মেলা.....। আবেদন পত্র : প্রশংসাপত্র চেয়ে..... শিক্ষা সফর..... দরিদ্র তহবিল থেকে সাহায্য..... জরিমানা মওকুফ..... বিনা বেতনে অধ্যয়ন..... পাঠাগার স্থাপন ..... বন্যা কবলিত মানুষের সাহায্যের জন্য..... ক্যান্টিন...। অভিনন্দন পত্র: প্রধান শিক্ষকের বিদায় অবসর..... নবাগত প্রধান শিক্ষককে স্বাগত..... খ্যাতনামা কবির আগমন.....। এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়..... সংবাদপত্র: দ্রব্যমূল্যের উর্ধ্বগতি..... ডাকঘর স্থাপনের প্রয়োজনীয়তা..... বৃক্ষরোপণ সপ্তাহ..... যানজট..... বন্যার্তদের সাহায্যের আবেদন..... বিদ্যুৎ বিভ্রাট.....। সড়ক দুর্ঘটনা রোধকল্পে..... আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি..... রাস্তা সংস্কারের জন্য..... ইভটিজিং প্রতিরোধকল্পে.....। ৩. সারাংশ : শ্রমকে শ্রদ্ধার সঙ্গে.... অতীতকে ভুলে যাও.... মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী.... কিসে হয় মর্যাদা.... স্বাধীন হবার জন্য.... মানুষের মূল্য কোথায়? .... জাতিকে শক্তিশালী.... প্রকৃত জ্ঞানের স্পৃহা.... আজকের দুনিয়াটা....। অপরের জন্য তুমি.... মাতৃ¯েœহের তুলনা.... কোন পাথেয় নিয়ে তোমরা এসেছো.... বাল্যকাল হতেই আমাদের শিক্ষার সহিত.... বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ.... নিন্দা না থাকিলে.... জাতি শুধু বাইরের ঐশ্বর্য....। সারমর্ম : বসুমতি কেন তুমি.... সার্থক জনম আমার.... পরের কারণে স্বার্থ দিয়া বলি.... হউক সে মহাজ্ঞানী.... পরের মুখের শিক্ষা বুলি.... নিন্দুকেরে বাসি আমি.... হে দারিদ্র্য.... এসেছে নতুন শিশু.... বিপদে মোরে রক্ষা করো.... বহুদিন ধরে বহু ক্রোশ দূরে.... তরুতলে বসি.... আমার একার সুখ.... শৈশবের সদুপদেশ....। আসিতেছে শুভ দিন.... পুণ্যে পাপে দুঃখে সুখে.... স্বাধীনতা স্পর্শমণি.... কোথায় স্বর্গ....। ৪. ভাবসম্প্রসারণ : স্বদেশের উপকারে নেই যার মন.... ভোগে নয়, ত্যাগেই.... আলো বলে, অন্ধকার.... গ্রন্থগত বিদ্যা.... অন্যায় যে করে.... দুর্নীতি জাতীয় জীবনে.... প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক.... রাত যত গভীর হয়.... কীর্তিমানের মৃত্যু নাই স্বাধীনতা অর্জনের চেয়ে.... দুর্জন বিদ্বান.... স্পষ্টভাষী শত্রু.... পরের অনিষ্ট চিন্তা করে যেই জন.... শৈবাল দীঘিরে বলে.... সংসার সাগরে.... বিশ্রাম কাজের অঙ্গ....। পথ পথিকের সৃষ্টি করে না.... অর্থই অনর্থের মূল মেঘ দেখে কেউ করিস না ভয়.... প্রাণ থাকলেই প্রাণি হয়.... কর্তব্যের কাছে ভাই.... মিথ্যা শুনিনি ভাই....। ৫. প্রতিবেদন : একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন..... সড়ক দুর্ঘটনা..... বন্যায় ক্ষতিগ্রস্ত জনজীবনের..... বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা..... দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপন্ন..... এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান..... শিশুশ্রম বন্ধের আবশ্যকতা..... খাদ্যে ভেজাল ও তার প্রতিকার..... শহরের যানজট সমস্যা.....। বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ..... বাংলা নববর্ষ উপলক্ষে..... নজরুল জয়ন্তী..... মাদকাসক্তি যুবসমাজের..... পরিবেশগত ভারসাম্যের জন্য চাই বৃক্ষরোপণ..... বিদ্যুৎ বিভ্রাট..... আজকের যুবসমাজের নৈতিক অবক্ষয়..... বিজ্ঞান মেলা.....। ৬. প্রবন্ধ রচনা : অধ্যবসায় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ঋতুচক্র মানব কল্যাণে বিজ্ঞান কৃষিকাজে বিজ্ঞান আধুনিক জীবনে কম্পিউটারের গুরুত্ব দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা মাদকাসক্তি ও তার প্রতিকার স্বদেশপ্রেম জাতি গঠনে নারী সমাজের ভূমিকা। ইন্টারনেট বিদ্যুৎ ও আধুনিক জীবন পরিবেশ দূষণ ও তার প্রতিকার বৃক্ষরোপণ অভিযান বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার একটি শীতের সকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
×