ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শুরু হচ্ছে ‘ক্রিয়েটিভ মিডিয়া স্কুল’

প্রকাশিত: ০৬:২৮, ৮ জানুয়ারি ২০১৭

শুরু হচ্ছে ‘ক্রিয়েটিভ মিডিয়া স্কুল’

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকার ঝিগাতলায় অচিরেই শুরু হতে যাচ্ছে ক্রিয়েটিভ মিডিয়া স্কুলের কার্যক্রম। অভিনয়, সংবাদ উপস্থাপনা, ফটোগ্রাফি, চিত্রগ্রহণ, ভিডিও এডিটিং এবং টিভি অনুষ্ঠান, নাটক, চলচ্চিত্র নির্মাণসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মিডিয়াকর্মী গড়ে তোলার প্রয়াসে এ মিডিয়া স্কুলের পথচলা শুরু হচ্ছে। তবে স্কুলিং কার্যক্রম শুরু হচ্ছে অভিনয় বিষয়ক প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মিঠু রায় জানান ‘ক্রিয়েটিভ মিডিয়া স্কুল’ আগামী ১৩ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক যাত্রা করছে। প্রশিক্ষণ কার্যক্রম চলবে প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। কোর্স শেষে সনদপ্রদানসহ একটি কর্মশালাভিত্তিক টেলিভিশন নাটকে কাজ করার সুযোগ থাকবে অংশগ্রহণকারীদের জন্য। এই পেশায় কাজ করতে আগ্রহীদের প্রতিষ্ঠানটি প্রফেশনাল প্রশিক্ষণের মাধ্যমে কয়েক মাসের মধ্যেই গড়ে তুলবে একজন দক্ষ ও যোগ্য মিডিয়াকর্মী। এতে প্রশিক্ষক হিসেবে থাকছেন দেশের থিয়েটার, টেলিভিশন, চলচ্চিত্র এবং সংবাদ মাধ্যমের দক্ষ, জনপ্রিয় ও গুণী ব্যক্তিত্বরা। সহস্র পর্বে ‘একাত্তর সকাল’ স্টাফ রিপোর্টার ॥ একাত্তর টেলিভিশনের দর্শকপ্রিয় অনুষ্ঠান ‘একাত্তর সকাল’ এর এক হাজার পর্ব প্রচার হবে আজ রবিবার সকাল ৭টায়। বর্তমান সময়ের নানা সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও অর্থনৈতিক সমস্যা ও তার সমাধান নিয়ে পর্যালোচনা করা হয় এ অনুষ্ঠানে। দেশের টিভি চ্যানেলে এই প্রথম ভিন্নধর্মী এক মর্নিং শো, যা দর্শকের কাছে প্রথম থেকেই গ্রহণযোগ্যতা নিয়ে হাজির হয়ে আসছে। শুরু থেকে অনুষ্ঠানটি প্রযোজনা করছেন একাত্তর টেলিভিশনের সিনিয়র বার্তা প্রযোজক মাজহারুল ইসলাম মাসুম এবং উপস্থাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের শিক্ষক শবনম আজিম, অভিনেত্রী বন্যা মির্জা ও তাজিন আহমেদ।
×