ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলতান সাংস্কৃতিক একাডেমির যাত্রা শুরু

প্রকাশিত: ০৬:২৮, ৮ জানুয়ারি ২০১৭

কলতান সাংস্কৃতিক একাডেমির যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরের পল্লবীতে নতুন সাংস্কৃতিক সংগঠন কলতান একাডেমির যাত্রা শুরু হয়েছে। সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন এ সময়ের জনপ্রিয় ভাওয়াইয়াশিল্পী সফিউল আলম রাজা। সঙ্গীত, নৃত্য, চিত্রাঙ্কন, অভিনয়, যন্ত্র ও আবৃত্তি বিষয় নিয়ে পথচলা শুরু হয় এ প্রতিষ্ঠানটির। শনিবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে সংগঠনটির উদ্বোধন করেন নাট্যজন রামেন্দু মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ঝুনা চৌধুরী। সংগঠনের চেয়ারম্যান ভাওয়াইয়াশিল্পী সফিউল আলম রাজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- নৃত্যশিল্পী শিবলী, কণ্ঠশিল্পী আবুবকর সিদ্দিক, সন্দীপন, গবেষক সাইমন জাকারিয়া প্রমুখ। রাজা বলেন, দীর্ঘ প্রায় দুই যুগ তো শিল্পকলা একাডেমি, চারুকলা ও শহীদ মিনার এলাকায় গান করলাম। সেখানে তো সংস্কৃতির একটা দারুণ আবহ আছেই। আমি চাই পল্লবী এলাকায়ও সংস্কৃতির এমন একটি আবহ তৈরি হোক। নানা কর্মব্যস্ততার মধ্যে যারা শাহবাগ কিংবা শিল্পকলা একাডেমি একালায় যেতে পারেন না, তারা পল্লবীতেই সুস্থ ধারার সংস্কৃতি এবং ঐতিহ্যের স্বাদ যেন পান। এখানকার ছেলেমেয়েদের সংস্কৃতিচর্চার জন্য যেন দূরে যেতে না হয়। এমন ভাবনা থেকেই পল্লবী এলাকায় কলতান প্রতিষ্ঠা করলাম। উদ্বোধন শেষে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
×