ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবৈধভাবে ‘গেরিলা’ প্রদর্শন

আইনী ব্যবস্থা নিচ্ছেন নাসির উদ্দিন ইউসুফ

প্রকাশিত: ০৬:২৬, ৮ জানুয়ারি ২০১৭

আইনী ব্যবস্থা নিচ্ছেন নাসির উদ্দিন ইউসুফ

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধভিত্তিক দর্শকপ্রিয় ‘গেরিলা’ চলচ্চিত্র অবৈধভাবে প্রদর্শনের জন্য আইনগত ব্যবস্থা নেয়ার সিন্ধান্ত নিয়েছেন চলচ্চিত্রের পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। তিনি তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লিখেছেন, সম্প্রতি আকস্মিকভাবে ‘বঙ্গ বিডি ডটকম’ এ আমার কন্যা এশা ইউসুফ প্রযোজিত ও আমার পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘গেরিলা’ অবৈধভাবে প্রদর্শিত হতে দেখে আমি হতবাক হই। কোন প্রকার অনুমতি ব্যতিরকে ‘গেরিলা’ চলচ্চিত্র শুধুমাত্র ‘বঙ্গ বিডি ডটকম’ এ ৬ লাখেরও বেশি দর্শক দেখেছে। এই প্রদর্শনীর বিনিময়ে ওই পোর্টাল বৃহৎ অঙ্কের অর্থ উপার্জন করেছে, যা সম্পূর্ণরূপে অবৈধ। কি করে একটি পোর্টাল এই ধরনের অবৈধ কর্মে লিপ্ত তা আমার বোধগম্য নয়। জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ও দেশের মানুষের কাছে জনপ্রিয় চলচ্চিত্র ‘গেরিলা’ আমাদের অনুমতি ছাড়া প্রতি বছর জাতীয় দিবসগুলোতে দেশের সর্বত্র অব্যবসায়িক ভিত্তিতে প্রদর্শিত হয়, যা আমাদের জন্য গৌরবের ঘটনা। লাখ লাখ মানুষ এই চলচ্চিত্রটিকে মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে বিবেচনা করে যা আমাদের পরম প্রাপ্তি। কিন্তু সম্পূর্ণ ব্যবসায়িক একটি প্রতিষ্ঠান ‘বঙ্গ বিডি ডটকম’ আমাদের অনুমতি ব্যতিরেকে ‘গেরিলা’ চলচ্চিত্র দীর্ঘ সময় ধরে তাদের পোর্টালে প্রদর্শন করে লাখ লাখ টাকা অবৈধভাবে উপার্জন করছে যা আইন পরিপন্থী ও অমার্জনীয় অপরাধ। আমি এই অবৈধ প্রদর্শনীর জন্য ‘বঙ্গ বিডি ডটকম’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। সর্বসাধারণের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, ২০১১ সালে ‘গেরিলা’ মুক্তির ১ মাসের মধ্যে চলচ্চিত্রটি পাইরেসির কবলে পড়ে। এতে করে প্রযোজনা প্রতিষ্ঠান ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। বিনিয়োগকৃত অর্থ আর ফেরত পাওয়া যায়নি। কিন্তু জনগণ ‘গেরিলা’ চলচ্চিত্রটিকে নিজেদের সম্পদ মনে করে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও উন্মুক্ত প্রদর্শনী করছে যা আমাদের কাছে আশীর্বাদ। সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান পাইরেসি প্রতিহত করে ধ্বংসের হাত থেকে চলচ্চিত্র শিল্প রক্ষা করুন। শনিবার বিকেলে নাসির উদ্দিন ইউসুফ জনকণ্ঠকে বলেন, আমার কাছে অনুমতি না নিয়ে ওরা ‘বঙ্গ বিডি ডটকম’ এ ‘গেরিলা’ চলচ্চিত্রটি দেখাচ্ছে। এটা সম্পূর্ণ বেআইনী। আমি উকিল খুঁজছি, শীঘ্রই ওদের নামে মামলা করব। তিনি আরও বলেন, ইতোমধ্যে ওরা আমার সঙ্গে নাকি যোগাযোগ করার চেষ্টা করছে। কিন্তু সরাসরি আমার সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছে। যে চলচ্চিত্রটির সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধ জড়িয়ে আছে, দেশে ও বিদেশে চলচ্চিত্রটির গ্রহণযোগ্যতা অনেক, সেই চলচ্চিত্রটিকে ওরা কোন্ সাহসে আমার অনুমতি ছাড়া দেখায়? আমি এ ব্যাপারে মামলা করার জন্য পুরোপুরি প্রস্তুত।
×