ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অভিনব এক টিম ইভেন্ট নিয়ে আগামী মাসে নামছেন বিশ্বখ্যাত স্প্রিন্টার

বোল্টের নতুন ইভেন্টের প্রশংসায় কো

প্রকাশিত: ০৬:২৪, ৮ জানুয়ারি ২০১৭

বোল্টের নতুন ইভেন্টের প্রশংসায় কো

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ক্রীড়া একের পর এক ডোপ পাপের ধাক্কায় বড় ধরনের সমস্যায় আক্রান্ত। গত দুই বছরে বিশ্বের নামিদামি অনেক খ্যাতিমান তারকাই নিষিদ্ধ ড্রাগের ছোবলে নিষেধাজ্ঞার বেড়াজালে পড়েছেন। এ কারণে সেরা সব ক্রীড়াবিদের দিকেও সন্দেহের দৃষ্টি সবার। তবে এসবের একেবারেই ব্যতিক্রম কিংবদন্তি হয়ে ওটা দুই এ্যাথলেট- একজন যুক্তরাষ্ট্রের সাঁতারু মাইকেল ফেলপস ও আরেকজন সর্বকালের দ্রুততম মানব জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। সম্প্রতিই ‘বিদ্যুত’ বোল্ট নতুন এক ইভেন্ট নিয়ে একটি একেবারেই অভিনব মিটে অংশ নিতে যাচ্ছেন। আগামী মাসে মেলবোর্নে ৬টি দল নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে নিট্রো এ্যাথলেটিক্স। সেখানে মাঝারি পাল্লার দৌড় ও হার্ডেলস রিলে অনুষ্ঠিত হবে। বোল্টের চিন্তাধারায় এ ধরনের ইভেন্ট আসাকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ব এ্যাথলেটিক্সের প্রধান সেবাস্তিয়ান কো। তিনি এর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে দাবি করেছেন এতে করে বিশ্ব এ্যাথলেটিক্সের আবেদন আরও বেড়ে যাবে। গত বছর রিও ডি জেনিরো অলিম্পিকের আগেই বিশ্ব ক্রীড়া বড় ধরনের এক ধাক্কা খায়। রাশিয়ার এ্যাথলেটদের বিরুদ্ধে এক তদন্ত প্রতিবেদনে উঠে আসে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যাপক হারে নিষিদ্ধ ড্রাগ গ্রহণের অভিযোগ। সেটা প্রমাণের পর রিও অলিম্পিকে রাশিয়ার ট্র্যাক এ্যান্ড ফিল্ডের এ্যাথলেটরা হন নিষিদ্ধ। শুধু রাশিয়াই নয়, ওই ধাক্কাটা লাগে অন্যান্য দেশের এ্যাথলেটদের ওপরেও। সেটা থেকে বাদ পড়েননি অলিম্পিক চ্যাম্পিয়নরাও। আর অধিকাংশই ছিলেন ট্র্যাক এ্যান্ড ফিল্ডের জগতে সংশ্লিষ্ট। তবে এই ট্র্যাক এ্যান্ড ফিল্ডকে মহিমান্বিত ও গৌরবান্বিত করেছেন বোল্ট। মাত্র ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার পেরিয়ে যে বিশ্বরেকর্ড গড়েছেন সেটার ধারে কাছে তিনি ছাড়া আর কোন স্প্রিন্টার যেতে পারেননি। সর্বকালের সেরা এ স্প্রিন্টার জিতেছেন টানা তিন অলিম্পিকে ট্রেবল। সবমিলিয়ে ৯টি অলিম্পিক সোনা জেতা বোল্টের ক্যারিয়ার একেবারে নিষ্কলুষ, নির্ভেজাল এবং কোন ধরনের বিতর্কমুক্ত। সেই বোল্ট এবার বিশ্ব এ্যাথলেটিক্সকে ভিন্নমাত্রা দিতে যাচ্ছেন। আগামী মাসেই এই নতুন ধরনের দলীয় ইভেন্ট শুরু হবে মেলবোর্নে। তিনদিনের এ ইভেন্টে থাকবে ৬ দল। অস্ট্রেলিয়া, চীন, জাপান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অল স্টারস। প্রতিযোগিতা হবে মাঝারিপাল্লার দুরত্বের এবং হার্ডেলস রিলে।
×