ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এফএ কাপে ওয়েস্টহ্যামের সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়

জয় দিয়ে গার্ডিওলার অভিষেক

প্রকাশিত: ০৬:২৩, ৮ জানুয়ারি ২০১৭

জয় দিয়ে গার্ডিওলার অভিষেক

স্পোর্টস রিপোর্টার ॥ বড় জয় দিয়েই ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট এফএ কাপে অভিষেক হলো পেপ গার্ডিওলার। শুক্রবার টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে তার প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটি ৫-০ গোলে রীতিমতো উড়িয়েই দিয়েছে ওয়েস্টহ্যামকে। এফএ কাপের ইতিহাসে ওয়েস্টহ্যামের এটাই সবচেয়ে বড় ব্যবধানের হার। ওয়েস্টহ্যামের মাঠে এদিন পেনাল্টিতে গোল করে সিটিকে প্রথমে এগিয়ে দেন ইয়া ইয়া তোরে। প্রথমার্ধের ৩৩ মিনিটে পেনাল্টিতে গোল করেন সিটির এই আইভরিকোস্টের স্ট্রাইকার। ম্যাচের ৪১ মিনিটে হাভার্ড নর্ডভিট নিজেদের জালেই বল জড়ান। এর ফলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় পেপ গার্ডিওলার দল। ম্যাচের বয়স যখন ৪৩ মিনিট তখন আরও একটি গোল করেন ডেভিড সিলভা। যে কারণে ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ম্যানচেস্টার সিটি। তবে বিরতির পরও গোল উৎসব থেমে থাকেনি সফরকারীরা। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ওয়েস্টহ্যামের জালে আবারও বল জড়ান সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও এ্যাগুয়েরো। সিটির হয়ে এফএ কাপে এটি তার দশম গোল। সতীর্থদের দিয়ে আরও দুটি গোল করাতেও সহায়তা করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সিটির হয়ে এটি তার সর্বমোট ১৫৪ গোল। বর্তমানে তার ওপরে আছেন কেবল টমি জনসন এবং এরিক ব্রুক। সর্বোচ্চ ১৭৮ গোল করে এই তালিকায় সবার ওপরে রয়েছেন এরিক ব্রুক এবং দ্বিতীয় স্থানে থাকা টমি জনসনের গোলসংখ্যা ১৬৬। ওয়েস্টহ্যামের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের ৮৪ মিনিটে সিটির হয়ে শেষ পেরেকটি ঠুকে দেন জন স্টোনস। আর তাতেই বড় জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার সিটির। সেইসঙ্গে অভিষেক ম্যাচে বড় জয় নিয়েই মাঠ ছাড়েন পেপ গার্ডিওলা। ম্যাচ শেষে শিষ্যদের পারফর্মেন্সের ভূয়সী প্রশংসা করেছেন ক্লাবটির স্প্যানিশ কোচ। তাছাড়া প্রতিপক্ষের মাঠে ম্যাচ জেতা যে খুব কঠিন তাও জানিয়েছেন তিনি। এ বিষয়ে সিটির কোচ পেপ গার্ডিওলা বলেন, ‘এ্যাওয়ে ম্যাচে জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেই ছিল। পেনাল্টির আগেও অনেকগুলো সুযোগ তৈরি করেছিলাম আমরা। দ্বিতীয় এবং তৃতীয় গোলের পর আমাদের জন্য ম্যাচটা খুব সহজ হয়ে যায়।’ এ সময় পেপ গার্ডিওলা আরও বলেন, ‘আমি ক্লাবের সমর্থকদের সঙ্গে সংশ্লিষ্ট হতে চাই। তাদের বিশ্বাস করাতে চাই যে আমরা ভাল দল। আমরা লড়াই করছি এবং তার ধারাবাহিকতাও সবসময় ধরে রাখতে চাই।’ ওয়েস্টহ্যামের কোচ অবশ্য প্রথম পেনাল্টিকেই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে মন্তব্য করেছেন। কেননা তার আগে যে সমানে সমানেই লড়াই করেছেন তারা। এ বিষয়ে ওয়েস্টহ্যামের কোচ সø্যাভেন বিলিচ বলেন, ‘ম্যাচের পেনাল্টিটাই ছিল টার্নিং পয়েন্ট। কারণ তার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা ভাল খেলেছি। আমার মনে হয় সিটির বিপক্ষে বড় ব্যবধানে হারের এটাই একটা কারণ।’ তবে বিলিচের দাবি, ‘ম্যাচে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিলাম আমরা। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে পারিনি। প্রথম গোলের পরও আমরা ভুল করেছি। পরে বল দখলের চেষ্টা করেছি ঠিকই কিন্তু ম্যাচের ফলাফল এতো দ্রুতই ৩-০ হয়ে যায় যে তখনই ম্যাচটা ফসকে যায়। তাই আমি বলব এই দিনটা আমাদের জন্য খুবই খারাপগুলোর একটি। আমার কাছে এটাই খুব হতাশার যে, ভাল খেলার পরও দুটি গোল আমাদের জালে ঢুকে যায় এবং তখনই সব শেষ হয়ে যায়।’ গত মৌসুমের শেষেই বেয়ার্ন মিউনিখ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন গার্ডিওলা। প্রিমিয়ার লীগে শুরুটা দারণভাবে করেন সাবেক বার্সিলোনার এই সফল কোচ। মৌসুমের প্রথম দশ ম্যাচেই টানা জয় তুলে নেন তিনি। কিন্তু হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলে তার শিষ্যরা। তবে ব্যর্থতার সেই বৃত্ত থেকে আবারও বেরিয়ে এসেছে সিটিজেনরা। প্রিমিয়ার লীগে বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে তার দল। প্রথম ২০ ম্যাচ থেকে তাদের দখলে ৪২ পয়েন্ট। যেখানে ৪৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে চেলসি।
×