ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুল-বিএসজেএ মিডিয়া ফুটবল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে জনকণ্ঠ

প্রকাশিত: ০৬:২২, ৮ জানুয়ারি ২০১৭

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে জনকণ্ঠ

স্পোর্টস রিপোর্টার ॥ কাক্সিক্ষত শেষ আটে যেতে হলে জয়ের বিকল্প ছিল না। সেই জয়ই কুড়িয়ে নিল দৈনিক জনকণ্ঠ ফুটবল দল। শনিবার ‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে তারা ২-১ গোলে হারিয়েছে দৈনিক যুগান্তরকে। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ব্যবস্থাপনায় ‘কুল-বিএসজেএ মিডিয়া ফুটবলে’ এই ম্যাচে প্রথমার্ধে স্কোরলাইন ছিল ১-১। জনকণ্ঠ দুর্দান্ত খেলে জোড়া গোল করে জয় ছিনিয়ে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং কোয়ার্টার ফাইনালে নাম লেখায়। গত ম্যাচের মতো এ ম্যাচেও ম্যাচসেরার পুরস্কার লাভ করেন জনকণ্ঠের রুমেল খান। সোমবার শেষ আটের দ্বৈরথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আর্টিফিসিয়াল টার্ফে সকাল ১০টায় জনকণ্ঠ মোকাবেলা করবে ঢাকা ট্রিবিউনের। শনিবারের খেলায় ম্যাচের ৬ মিনিটে এগিয়ে যায় যুগান্তর। ১০ মিনিটে জনকণ্ঠের ফরোয়ার্ড রুমেল খান গোল করে সমতায় ফেরান জনকণ্ঠকে। দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে বদলি মিডফিল্ডার রফিকুল ইসলাম রাজু আরেকটি গোল করে এগিয়ে দেন জনকণ্ঠকে। ডিফেন্ডার মিথুন আশরাফের একটি দূরপাল্লার শট যুগান্তরের পোস্টে না লাগলে নিঃসন্দেহে ব্যবধানটা ৩-১ করতে পারতো টিম জনকণ্ঠ। শেষ পর্যন্ত রেফারি খেলা শেষের বাঁশি বাজালে জিতে গ্রুপসেরা হয়ে এবং কোয়ার্টারে যাবার চিত্তসুখ নিয়ে টার্ফ ছাড়ে জনকণ্ঠ দল। উল্লেখ্য, নিজেদের প্রথম ম্যাচে গাজী টিভিকে ৩-২ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল জনকণ্ঠ। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জনকণ্ঠের অধিনায়ক, সেন্টার ব্যাক এবং ক্রীড়া সম্পাদক মজিবর রহমানের সুযোগ্য ও চৌকস নেতৃত্বে পরিকল্পিত, গোছালো, দ্রুতগতির এবং আক্রমাত্মক খেলে উপস্থিত দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়ায়। ম্যাচে খেলা জনকণ্ঠের অন্য ফুটবলাররা হলেন : হাসানুজ্জামান তরুণ, আফজাল হোসেন, রফিকুল ইসলাম রাজু, জাহিদুল আলম জয় এবং গোলাম মোস্তফা। দলের কোচ এবং ম্যানেজার ছিলেন যথাক্রমে কাওসার রহমান এবং ওবায়দুল কবির। দিনের অন্যান্য খেলায় ঢাকা ট্রিবিউন ২-১ গোলে বিডিনিউজ ২৪.কমকে, ডেইলি স্টার ৫-০ গোলে নয়াদিগন্তকে, ইন্ডিপেন্ডেন্ট টিভি ১-০ গোলে সকালের খবরকে, সময় টিভি ৫-০ গোলে সংবাদকে এবং বাংলাদেশ প্রতিদিন ১-০ গোলে মাছরাঙা টিভিকে হারায়। এছাড়া কালেরকণ্ঠ ও জাগো নিউজ২৪-এর মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক ও জাতীয় দলের সাবেক স্ট্রাইকার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য শেখ মোহাম্মদ আসলাম, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টিপু ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির সভাপতি আসিফ ইকবাল ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করেন। উল্লেখ্য, পাঁচদিনব্যাপী এই টুর্নামেন্টে দেশের স্বনামধন্য ২৪টি গণমাধ্যম আটটি গ্রুপে ভাগ হয়ে খেলছে।
×