ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিরা হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়ায়

প্রকাশিত: ০৬:২১, ৮ জানুয়ারি ২০১৭

পাকিরা হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়ায়

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র চারমাসের ব্যবধানে মুদ্রার উল্টা পিঠটাও দেখা হয়ে গেল মিসবাহ-উল হকের। আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে ২-২এ ড্র করার পর নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান। সেই তারাই এবার টানা দুই সিরিজে ‘হোয়াইটওয়াশ’, টানা ছয় ম্যাচে হার, র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে নেমে যাওয়াÑ এই সবই ঘটল মাত্র কয়েক মাসের ব্যবধানে। নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়া সফরে ‘হোয়াইটওয়াশ’ এড়াতে সিডনির শেষ টেস্টে জিততেই হতো, কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিরা হেরে গেল ২২০ রানের বড় ব্যবধানে। ৪৬৫ রানের অসম্ভব জয়ের লক্ষ্যে নামা পাকিস্তান শেষ দিনে অলআউট ২৪৪ রানে। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৩১৫। অস্ট্রেলিয়া ৫৩৮/৮ (ডিক্লেঃ) ও ২৪১/২ (ডিক্লেঃ)। ৯৫ বলে ১১৩ ও ২৭ বলে ৫৫ রানের মারকাটারি দুটি ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার। ২ সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরিতে ১১০.২৫ গড়ে সর্বোচ্চ ৪৪১ রান করে সিরিজসেরা অধিনায়ক স্টিভেন স্মিথ। পাকিস্তান ড্র করতে পারে কি না, শুক্রবার শেষ দিনে সেটিই দেখার ছিল। কিন্তু যথারীতি ব্যাটিং ভরাডুবি। ১ উইকেটে ৫৫ রান নিয়ে শুরু করে বাকি ৯ উইকেট হারিয়ে ২৪৪-এ অলআউট সফরকারীরা। স্বাগতিকদের দুর্দান্ত বোলিংয়ের মুখে সাত নম্বরে নেমে অপরাজিত ৭২ রানের পথে এক সরফরাজ আহমেদই যা একটু প্রতিরোধ গড়েছেন। আর কেউ সুবিধা করতে পারেননি। আগেরদিন আউট হওয়া শারজিল খান দ্বিতীয় সর্বোচ্চ ৪০, অধিনায়ক মিসবাহ ৩৮, প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ইউনুস খান ১৩ ও আসাদ শফিক ৩০ রান করে সাজঘরে ফেরেন। পেসার জস হ্যাজলউড ৩, স্পিনার নাথান লেয়ন ২ ও স্টিভ ও’কেফে নিয়েছেন ৩টি করে উইকেট। নিউজিল্যান্ডে ২-০’র পর অস্ট্রেলিয়ায় ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান তিন থেকে পাঁচে নেমে গেছে। আমিরাতে উইন্ডিজের কাছে শেষ ম্যাচ থেকে এ নিয়ে টানা ছয় টেস্টে হারল মিসবাহর দল। ১৯৯৯-২০০০ থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টানা চার সিরিজে ‘হোয়াইটওয়াশ’, হার টানা ১২ টেস্টে। সিরিজে আজহার আলি, আসাদ শফিক, ইউনুস খানের আলাদা ইনিংসগুলো বাদ দিলে ব্যাটিং ব্যর্থতাই তাদের ডুবিয়েছে। তবে অধিনায়ক মিসবাহ বোলারদের ব্যর্থতাকেই বড় করে দেখছেন, ‘টেস্ট জিততে বোলারদের ভূমিকাটাই আসল। সেখানে আমরা পুরোপুরি ব্যর্থ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনে ভাল করতে হলে পরিকল্পনা নিয়ে এগোতে হবে। তা না হলে বারবারই এমন বাজে পরিস্থিতির মুখোমুখি হতে হবে।’ অন্যদিকে সন্তুষ্ট হলেও সতর্ক অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথ, ‘নিউজিল্যান্ডের কাছে হারের পর এই সিরিজটা সহজ ছিল না। একাধিক নতুন মুখ সুযোগ পেয়েছে, ওরা ভালও করেছে। তবে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। এখন ভারত সফর আমাদের জন্য সত্যিকারের চ্যালেঞ্জ।’ ব্রিসবেনে শুক্রবার প্রথম ওয়ানডে দিয়ে শুরু পাঁচ ম্যাচ দ্বৈরথ, নেতৃত্বে আজহার আলি। স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৫৩৮/৮ ডিক্লেঃ (১৩৫ ওভার; রেনশ ১৮৪, ওয়ার্নার ১১৩, খাজা ১৩, স্মিথ ২৪, হ্যান্ডসকম্ব ১১০, কার্টরাইট ৩৭, ওয়েড ২৯, স্টার্ক ১৬, ও’কেফে ০*; আমির ০/৮৩, ইমরান ২/১১১, ওয়াহাব ৩/৮৯, ইয়াসির ১/১৬৭, আজহার ২/৭০, শফিক ০/১২) ও দ্বিতীয় ইনিংস ২৪১/২ ডিক্লেঃ (৩২ ওভার; ওয়ার্নার ৫৫, খাজা ৭৯*, স্মিথ ৫৯, হ্যান্ডসকম্ব ৪০*; ওয়াহাব ১/২৮, ইয়াসির ১/১২৪) পাকিস্তান প্রথম ইনিংস ৩১৫/১০ (১১০.৩ ওভার; আজহার ৭১, শারজিল ৪, বাবর ০, ইউনুস ১৭৫*, মিসবাহ ১৮, সরফরাজ ১৮, ইয়াসির ১০, ওয়াহাব ৮; স্টার্ক ১/৭৭, হ্যাজলউড ৪/৫৫, ও’কেফে ১/৫০, লেয়ন ৩/১৫৫) ও দ্বিতীয় ইনিংস ২৪৪/১০ (৮০.২ ওভার; আজহার ১১, শারজিল ৪০, ইয়াসির ১৩, ইউনুস ১৩, মিসবাহ ৩৮, শফিক ৩০, সরফরাজ ৭২*, ওয়াহাব ১২; হ্যাজলউড ৩/২৯, ও’কেফে ৩/৫৩, লেয়ন ২/১০০)। ফল ॥ অস্ট্রেলিয়া ২২০ রানে জয়ী। ম্যাচসেরা ॥ ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)। সিরিজ ॥ তিন টেস্টের সিরিজ অস্ট্রেলিয়া ৩-০তে জয়ী। সিরিজসেরা ॥ স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)।
×