ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পিসকোভার ব্রিসবেন জয়

প্রকাশিত: ০৬:২০, ৮ জানুয়ারি ২০১৭

পিসকোভার ব্রিসবেন জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বছরের শুরুতেই আলো ছড়ালেন ক্যারোলিনা পিসকোভা। ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলেন তিনি। শনিবার শিরোপা জয়ের লড়াইয়ে চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা ৬-০ এবং ৬-৩ সেটে হারান ফ্রান্সের এ্যালিজ কোর্নেটকে। সেইসঙ্গে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়েও অগ্রগতি হয়েছে তার। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে জায়গা করে নিলেন ক্যারোলিনা পিসকোভা। গত মৌসুমেই প্রথম কোন গ্র্যান্ডসøামের ফাইনালে জায়গা করে নেন পিসকোভা। কিন্তু দুর্ভাগ্য তার। বছরের শেষ মেজর টুর্নামেন্ট ইউএস ওপেনের ফাইনালে জার্মানির এ্যাঞ্জেলিক কারবারের কাছে হেরে যান তিনি। তবে সেই হারের পর মোটেই দমে যাননি পিসকোভা। নতুন মৌসুমেই তার প্রমাণ দিলেন তিনি। নতুন মৌসুমের প্রথম টুর্নামেন্টেই নিজেকে দারুণভাবে মেলে ধরলেন ছয় ফুট ১ ইঞ্চি উচ্চতার এই খেলোয়াড়। টানা পাঁচ ম্যাচ জিতে ক্যারিয়ারের সপ্তম শিরোপা নিজের শোকেসে তুলেন তিনি। ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট জয়ের পথে চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা ইতালির রবার্তা ভিঞ্চি, ইউক্রেনের এলিনা ভিতলিনা এবং সর্বশেষ ফাইনালে ফ্রান্সের এ্যালিজ কোর্নেটকে হারান তিনি। গত মৌসুমে নিষেধাজ্ঞার কারণে টেনিস কোর্টের বাইরে ছিলেন মারিয়া শারাপোভা। অন্তঃসত্ত্বা হওয়ায় কোর্টে দেখা যায়নি ভিক্টোরিয়া আজারেঙ্কাকেও। পেত্রা কেভিতোভা, এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, সিমোনা হ্যালেপ এবং আনা ইভানোভিচরাও ছিলেন নিষ্প্রভ। বছরের প্রথম এবং শেষ গ্র্যান্ডসøাম নিজের শোকেসে তুলে পুরোটা সময়ই আলোচনার শীর্ষে ছিলেন এ্যাঞ্জেলিক কারবার। আর সেরেনা উইলিয়ামস জিতেন শুধুই উইম্বলডন। বাকি থাকা ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেন স্পেনের টেনিস তারকা গারবিন মুগুরুজা। অথচ নতুন মৌসুমে সেই তারকাদের কাউকেই জ্বলে উঠতে দেখা যায়নি। সেরেনা উইলিয়ামস, এ্যাঞ্জেলিক কারবার কিংবা ক্যারোলিন ওজনিয়াকি প্রত্যেকেই নতুন মৌসুমের প্রথম টুর্নামেন্টে নিজেদের মেলে ধরতে পারেননি। বৃহস্পতিবার ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেন বর্তমান টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নাম্বার তারকা এ্যাঞ্জেলিক কারবার। শীর্ষ তারকাকে হারিয়ে শুরুতেই চমকে দেন ইউক্রেনের এলিনা ভিতলিনা। শেষ আটের লড়াইয়ে ভিতলিনা ৬-৪, ৩-৬ এবং ৬-৩ সেটে হারান কারবারকে। তবে বেশিদূর এগুতে পারেননি ভিতলিনাও। টুর্নামেন্টের সেমিফাইনালে র‌্যাঙ্কিংয়ের ছয় নাম্বারে থাকা ক্যারোলিনা পিসকোভার কাছে হেরেই ছিটকে পড়তে হয় তাকে। এদিকে গত বছরের শেষ মুহূর্তে এসে হঠাৎ করেই বাগদানের ঘোষণা দেন সাবেক নাম্বার ওয়ান তারকা সেরেনা। বাগদানের পর অকল্যান্ড ক্লাসিক দিয়েই নতুন মৌসুম শুরু করেন আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। জয় দিয়েই নতুন বছর শুরু করেন তিনি। কিন্তু টুর্নামেন্টের খুব বেশিদূর এগুতে পারেননি বর্তমানে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নাম্বারে থাকা এই আমেরিকান। নিজের দ্বিতীয় ম্যাচেই হেরে অকল্যান্ড ক্লাসিক থেকে লজ্জাজনকভাবে বিদায় নেন তিনি। স্বদেশী মেডিসন ব্রেঞ্জেলের কাছে কঠিন লড়াইয়ে ৪-৬, ৭-৬ (৭-৩) এবং ৪-৬ সেটে হার মানেন ৩৫ বছর বয়সী সেরেনা উইলিয়ামস। অকল্যান্ডে ভক্ত-অনুরাগীদের হতাশ করেছেন সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামসও। কেননা বাহুতে ইনজুরির কারণে যে টুর্নামেন্ট থেকেই নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন ভেনাস। সেরেনা-ভেনাসের বিদায়ের একদিন পর ছিটকে যান ক্যারোলিন ওজনিয়াকিও। জার্মানির জুলিয়া জর্জেসের কাছে হেরে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়েন তিনি। পুরুষ এককেও অবশ্য দুর্দান্ত খেলছেন র‌্যাঙ্কিংয়ের এক ও দুই নাম্বারে থাকা এ্যান্ডি মারে এবং নোভাক জোকোভিচ। শনিবার রাতে কাতার ওপেনের ফাইনালে মুখোমুখি হন তারা। কিন্তু নিষ্প্রভ সাবেক দুই শীর্ষ তারকা রাফায়েল নাদাল এবং রজার ফেদেরার। বছরের প্রথম টুর্নামেন্টে বাজে পারফর্ম করেই বিদায় নিতে হয়েছে তাদের।
×