ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রামপাল বিদ্যুত কেন্দ্রবিরোধী আন্দোলন এবার ভিন্নরূপে

প্রকাশিত: ০৫:৫৪, ৮ জানুয়ারি ২০১৭

রামপাল বিদ্যুত কেন্দ্রবিরোধী আন্দোলন এবার ভিন্নরূপে

স্টাফ রিপোর্টার ॥ রামপাল বিদ্যুত কেন্দ্রবিরোধী আন্দোলনে ভিন্ন রূপ দিতে যাচ্ছে তেল-গ্যাস বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটি। এত দিন সংগঠনটি রামপাল বিদ্যুত কেন্দ্রবিরোধী আন্দোলন নিজস্ব ব্যানারে করে এসেছে। কিন্তু এবার সমমনাদের আন্দোলন ঘিরে নতুন কর্মসূচী দেয়ার আহ্বান জানিয়েছে। শনিবার তেল-গ্যাস কমিটির আহ্বানে সাড়া দিয়ে রাজধানী ঢাকায় কয়েকটি সংগঠন সভা-সমাবেশ করেছে। সংগঠনটি দাবি করছে একই দিন তাদের আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেকে রামপালবিরোধী আন্দোলন করেছে। তেল-গ্যাস বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা অধ্যাপক আনু মহম্মদ শনিবার শাহবাগে একটি সংগঠনের সমাবেশে বলেছেন, এবার আসলে তারা নিজেরা কিছু করেননি। তারা আহ্বান জানিয়েছেন বিভিন্ন সংগঠনকে যাতে তারা নিজেদের মতো করে আন্দোলন করে। রাজধানীর শাহবাগে প্রতিবাদী সমাবেশ এবং পথ সঙ্গীতের আয়োজন করে সর্বপ্রাণ সাংস্কৃতিক শক্তি। অধ্যাপক আনু ওই সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন। এনজিও কর্মী খুশি কবিরসহ সংগঠনটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় কমিটির একটি সূত্র বলছে, তাদের আন্দোলনকে আরো যৌক্তিক বোঝাতে এই প্রক্রিয়া বেছে নিয়েছেন তারা। সব সময় রামপাল নিয়ে নির্দিষ্ট কয়েক ব্যক্তির বিরোধিতাকে আরো জনসম্পৃক্ত করতে বিকল্প উদ্যোগ নেয়া হয়েছে। দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা ও রাজনৈতিক সদিচ্ছা দুটোই প্রয়োজন বিতর্ক প্রতিযোগিতা স্টাফ রিপোর্টার ॥ বিতর্কের বিষয় ছিল ‘রাজনৈতিক সদিচ্ছা, নাকি জনসচেতনতা- কোনটি দুর্নীতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে?’। প্রতিযোগী তার্কিক, বিচারক ও আমন্ত্রিত অতিথিরা বললেন, দুর্নীতি একটি ‘মহামারী রোগ’। এটি প্রতিরোধ করতে জনসচেতনতা ও রাজনৈতিক সদিচ্ছা দুটোই প্রয়োজন। তবে রাজনীতিবিদরা যদি দুর্নীতি প্রতিরোধে আন্তরিক না হন, তাহলে কোনভাবেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে না। কারণ জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক প্রতিনিধিরাই পারেন একটি সুন্দর সমাজ গড়তে। জনগণ তাদের পছন্দ করেন বিধায় তারা রাজনৈতিক নেতাকে নির্বাচিত করে থাকেন। তাই দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক কর্মীদের ভূমিকাই মুখ্য। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে এমন মত উঠে আসে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুদক সচিব আবু মোঃ মোস্তফা কামাল, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের চেয়ারম্যান এম এ সবুর, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রমুখ।
×