ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্মল সেনের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৫:৫৪, ৮ জানুয়ারি ২০১৭

নির্মল সেনের মৃত্যুবার্ষিকী আজ

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, মুক্তিযোদ্ধা নির্মল সেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ২০১৩ সালের ৮ জানুয়ারি তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ৮৩ বছর বয়সে পরলোকগমন করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ‘নির্মল সেন স্মৃতি সংসদ’ স্মরণ সভার আয়োজন করেছে। খবর বাসসর। নির্মল সেন ১৯৩০ সালের ৩ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়ার দিঘীরপাড় গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ষ্কুল জীবন থেকে নির্মল সেনের রাজনৈতিক জীবন শুরু হয় ‘ভারত ছাড়’ আন্দোলনের মাধ্যমে। কলেজ জীবনে তিনি অনুশীলন সমিতির সক্রিয় সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি আরএসপিতে যোগ দেন। দীর্ঘ দিন তিনি শ্রমিক কৃষক সমাজবাদী দলের সাধারণ সম্পাদক ছিলেন। রাজনীতি করতে গিয়ে নির্মল সেনকে জীবনের অনেকটা সময় জেলে কাটাতে হয়েছে। ১৯৫৯ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকার মধ্যে দিয়ে নির্মল সেন তার সাংবাদিক জীবন শুরু করেন। তারপর দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা পত্রিকায় সাংবাদিকতা করেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিষয়ে অতিথি শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন। লেখক হিসেবেও নির্মল সেনের যথেষ্ট সুনাম রযেছে। তার লেখা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ, মানুষ সমাজ রাষ্ট্র, বার্লিন থেকে মস্কো, মা জন্মভূমি, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই ,আমার জীবনে ’৭১-এর যুদ্ধ, আমার জবানবন্দি উল্লেখযোগ্য। সীমাহীন দুর্ভোগ থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে। প্লাবিত হয়েছে কয়েক হাজার গ্রাম। বন্যার পানি ঘরের চাল ছুঁই ছুঁই। জনজীবনে দেখা দিয়েছে সীমাহীন দুর্ভোগ। দেশটিতে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে –এএফপি কমলার বাম্পার ফলন তিউনিসিয়ার উত্তরাঞ্চলের একটি বাগানের গাছ থেকে কমলা লেবু সংগ্রহ করছেন একজন শ্রমিক। দেশটিতে এবছর কমলার রেকর্ড উৎপাদন হয়েছে। তবুও হাসি নেই কৃষকের মুখে। স্থানীয় বাজারে চাহিদা স্বল্পতা এবং বিদেশে রফতানির ক্ষেত্রে দেশটিতে সুযোগ সুবিধার অভাবে বিপুল পরিমাণ কমলা নষ্ট হবে –এএফপি
×