ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খালেদা জিয়া গণতন্ত্রের জন্য বিপজ্জনক ॥ ইনু

প্রকাশিত: ০৫:৫৪, ৮ জানুয়ারি ২০১৭

খালেদা জিয়া গণতন্ত্রের জন্য বিপজ্জনক ॥ ইনু

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জঙ্গীদের কেউ কেউ আত্মসমর্পণ অথবা নির্মূল হচ্ছে। কিন্তু খালেদা জিয়া জঙ্গীদের সঙ্গ ত্যাগ করেননি। সমর্থন দেয়া-পৃষ্ঠপোষকতাও বন্ধ করেননি। খালেদা জিয়া যতক্ষণ পর্যন্ত যুদ্ধাপরাধী-জঙ্গীবাদীদের সঙ্গ ত্যাগ না করছেন ততক্ষণ পর্যন্ত নির্মূল হওয়া জঙ্গীদের পুনরুৎপাদন হবে। নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দলের পক্ষ থেকে আয়োজিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ২৫ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জাসদের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর জাসদ ও ঢাকার পার্শ্ববর্তী জেলার নেতৃবৃন্দের যৌথ প্রতিনিধি সভায় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ও গণতন্ত্র নিয়ে খালেদা জিয়া বিভিন্ন কথা বলছেন একথা উল্লেখ করে ১৪ দলের অন্যতম শরিক এই নেতা বলেন, সেটা শুনে বিভ্রান্ত হওয়া যাবে না। কারণ, খালেদা জিয়ার উদ্দেশ্য নির্বাচন বা গণতন্ত্র নয়; তার উদ্দেশ্য সাংবিধানিক প্রক্রিয়া বাতিল করে অস্বাভাবিক সরকার গঠন করা। পাশাপাশি কোণঠাসা হওয়া জঙ্গী-জামায়াত-যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করে রাজনীতির মাঠে ফিরিয়ে আনা। তিনি বলেন, খালেদা জিয়া পাকিস্তান-আফগানিস্তানের জঙ্গীদের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চায়। তাই তাকে কখনই বিশ্বাস করা যাবে না। তিনি দেশপ্রেমিক নন। যদি দেশের প্রতি তার মমতা থাকত তাহলে দেশবিরোধী শক্তির সঙ্গে হাত মেলাতেন না। দেশের ক্ষতি করার জন্য নেতাকর্মীকে নির্দেশ দিতেন না। বছরের পর বছর দেশে তা-ব চালাতেন না। তিনি যতই মুখোশ পরিবর্তন করুক না কেন কখনই গণতান্ত্রিক হতে পারবেন না। তিনি বলেন, খালেদা জিয়া এখনও বদলাননি-শুধরাননি। মানুষ পোড়ানোসহ অতীত অপকর্মের জন্য তওবা করেননি। জনগণের কাছে মাফ চাননি। এ জন্য খালেদা জিয়া এখনও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ এবং বিপজ্জনক। উগ্রসাম্প্রদায়িক ও দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সবাইকে অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।
×