ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবারের সবজি মেলায় প্রাপ্তি প্রত্যাশার চেয়েও বেশি

প্রকাশিত: ০৫:৫৪, ৮ জানুয়ারি ২০১৭

এবারের সবজি মেলায় প্রাপ্তি প্রত্যাশার চেয়েও বেশি

স্টাফ রিপোর্টার ॥ ১৫৬ পদের সবজির প্রদর্শনী, সেরা তিন সবজি উৎপাদনকারী কিষান-কিষানীর হাতে পুরস্কার, মেলায় অংশগ্রহণকারী সরকারী-বেসরকারী ৮০ স্টলের সবগুলোকে সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে শেষ হলো ঢাকায় দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘জাতীয় সবজিমেলা-১৭’। আয়োজকরা বলছেন, এবারের মেলায় প্রাপ্তি প্রত্যাশার চেয়েও কয়েকগুণ বেশি। দেশের ইতিহাসে এর আগে কখনই একসঙ্গে এত পদের সবজি প্রদর্শিত হয়নি। মানুষের মধ্যেও সবজিমেলা নিয়ে এত সাড়া দেখা যায়নি কখনও। দেশে সবজি উৎপাদনে যে বিপ্লব ঘটেছে- এবারের সবজিমেলা তারই স্বাক্ষর বহন করেছে। এককথায়, এবারের সবজিমেলা কৃষির ইতিহাসে এক অভূতপূর্ব সাফল্য। মেলার শেষদিন শনিবার রাজধানীর খামারবাড়ির আ. কা. মু. গিয়াস উদ্দিন মিলকী অডিটরিয়াম প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, নারকেলি কচু, তারা, বাঁশ কোড়ল, নটেশাক, কইদা, শতমূলী, রক্তদ্রোণ, লাল বাঁধাকপিসহ নানা অচেনা পদের সবজি দেখে সবাই অবাক। সবিজ কিনতে আসা হারুন বলেন, বাহারি পদের এত সবজি একসঙ্গে আগে কখনও দেখিনি। দেশে এত পদের সবজি চাষ হয় তা জেনে ভাল লাগছে। এ রকম মেলা বেশি করে আয়োজন করা উচিত। বৈচিত্র্যময় সবজি দেখে একটি বেসরকারী সবজির স্টলে বিস্ময়ের সঙ্গে তাকিয়েছিল আট বছরের শিশু আদনান। সে জানায়, বাসায় কখনও এমন সবজি দেখিনি। নানা পদের সবজি দেখে ভাল লাগছে। সবজিমেলার শেষদিনে সমাপনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচলক কৃষিবিদ হামিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন এমপি ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশারফ হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের হর্টিকালচার উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক কুদরত-ই-গণী। সমাপনী অনুষ্ঠানে ছয় কিষান-কিষানীকে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে একজন ছাদে বাগান করার জন্য পুরস্কার পান। এছাড়া মেলায় অংশ নেয়া ৮০ স্টলকেই সম্মাননা ও ক্রেস্ট উপহার দেয়া হয়। এর আগে ‘সুস্থ সবল স্বাস্থ্য চান, বেশি করে সবজি খান’ প্রতিপাদ্যে শুরু হওয়া ‘জাতীয় সবজিমেলা-২০১৭’ শুরু হয় বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়ির আ. কা. মু. গিয়াস উদ্দীন মিলকী অডিটরিয়াম প্রাঙ্গণে আয়োজিত ‘জাতীয় সবজিমেলা-২০১৭’ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। সঙ্গে ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
×