ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১ ও ২ ফেব্রুয়ারি জাতীয় কবিতা উৎসব

প্রকাশিত: ০৫:৫৩, ৮ জানুয়ারি ২০১৭

১ ও ২ ফেব্রুয়ারি জাতীয় কবিতা উৎসব

স্টাফ রিপোর্টার ॥ ‘বর্বরতা মানে না কবিতা’ সেøাগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় কবিতা উৎসব। জাতীয় কবিতা পরিষদের আয়োজনে পয়লা ফেব্রুয়ারি একত্রিশতম এ উৎসবের উদ্বোধন করবেন কবি বেলাল চৌধুরী। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দোতলায় এক সংবাদ সম্মেলনে আয়োজক পরিষদের সভাপতি কবি ড. মুহাম্মদ সামাদ এ কথা জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত। উৎসবের নানা দিক নিয়ে আরও বক্তব্য রাখেন উৎসব আহবায়ক কবি ও স্থপতি রবিউল হুসাইন, কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি ও সংসদ সদস্য কাজী রোজী, কবি সাজ্জাদ কাদির, কবি হালিম আজাদ, কবি আসলাম সানী, কবি দিলারা হাফিজ ও কবি হারিসুল হক। মুহাম্মদ সামাদ জানান, মানবের অপমানের বিরুদ্ধে এবার আন্তর্জাতিক ও দেশীয় প্রেক্ষাপট বিবেচনায় উৎসবের স্লোগান নির্ধারণ করা হয়েছে। দেশের ৬৪টি জেলার কবিগণ উৎসবে উপস্থিত থেকে তাদের নিজ নিজ কবিতা আবৃত্তি করতে পারবেন। এ জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী কবিদের বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত টিএসসির দোতলায় এসে নাম রেজিস্ট্রেশন ও যে কবিতা আবৃত্তি করবেন তার কপি জমা দেয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। তিনি জানান, এবারের উৎসবে ভারত, চীন ও সুইডেনসহ ১৫টি দেশের কবিদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য বারের মতো এবারও ভারতের বিভিন্ন রাজ্যের ও বিভিন্ন ভাষার কবি উৎসবে আসবেন। দলিল লেখক সমিতির কাউন্সিলে নয়া কমিটি ঘোষণা স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ দলিল লেখক সমিতির দ্বাদশ কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ উপস্থিত ছিলেন। সামসুল আরেফীনকে চেয়ারম্যান ও এমএ রশিদকে মহাসচিব করে ৩৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী পাঁচ বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেন্ট্রাল ’ল কলেজের সাবেক জিএস ও আওয়ামী লীগ নেতা হাজী মুহাম্মদ আজিজুল ইসলাম (এল,এল,বি) সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
×