ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের

প্রকাশিত: ০৫:৫৩, ৮ জানুয়ারি ২০১৭

বাংলাদেশে নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে নিজ নিজ দেশের নাগরিকদের আবারও ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মার্কিন পররাষ্ট্র দফতর বাংলাদেশে সন্ত্রাসী গ্রুপের হামলার হুমকি বহাল থাকায় নিজ দেশের নাগরিকদের চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলেছে। আর বিশ্ব ইজতেমার সময় নাগরিকদের সতর্ক হয়ে চলাচল করতে বলেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্র দফতর তাদের ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে। যুক্তরাষ্ট্রের সতর্কবার্তায় বলা হয়, গত বছরের ১ জুলাই ঢাকার একটি রেস্তরাঁয় সন্ত্রাসী হামলায় বিদেশীসহ ২০ জনের বেশি নিহত হন। সন্ত্রাসী গোষ্ঠী আইএস প্রকাশ্যে ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে। এছাড়া ২০১৫ সালের পর বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট (একিউআইএস)। গত অক্টোবরে আইএস আবারও বিদেশীদের ওপর হামলার হুমকি দিয়েছে। সম্ভাব্য এই হুমকিকে গুরুতর মনে করে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও তাদের পরিবারকে জনসমাবেশ ও জনাকীর্ণ এলাকা এড়াতে এবং চলাফেরার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেয়া হচ্ছে। অপরদিকে ঢাকায় অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার সময় নাগরিকদের সতর্ক হয়ে চলাচল করতে বলেছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়-ফরেন এ্যান্ড কমনওয়েলথ অফিসের (এফসিও) জারি করা সতর্কবার্তায় আরও বলা হয়েছে, এখনও আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাব-কন্টিনেন্টের (একিউআইএস) সঙ্গে সম্পৃক্ত গ্রুপ সক্রিয় রয়েছে। ফোবানার নতুন মিডিয়া কমিটি ফেডারেশন অব বাংলাদেশী এ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার (ফোবানা) নতুন মিডিয়া ও পাবলিক এ্যাওয়ারনেস কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারপার্সন হলেন আজাদুল হক, কো-চেয়ারপার্সন হলেন আবির আলমগীর ও দেওয়ান মনিরুজ্জামান। উপদেষ্টা করা হয়েছে ইকবাল বাহার চৌধুরীকে। কমিটির সদস্যরা হলেন মুজিব মাসুদ, রুমি কবির, এএইচ রাসেল, সামসুর রহমান, ডাঃ রবিউল ইসলাম, এ্যান্থনি পি. গোমেজ, মহিদুল সরকার, এনামুল হক এনাম, ওমর আলি ও সামসুল আলম। উল্লেখ্য, নির্বাচিত সদস্য এনামুল হক এনাম আমেরিকা থেকে প্রকাশিত বিজনেস ম্যাগাজিন ‘বিজনেস আমেরিকা’ এবং বাংলাদেশ থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক অর্থকণ্ঠ’র প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক। তিনি দীর্ঘদিন যাবৎ আমেরিকার টেক্সাস রাজ্যের অসটিনে বসবাস করছেন। -বিজ্ঞপ্তি
×