ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দেশের অগ্রগতিকে আরও ত্বরান্বিত করতে হবে ॥ সৈয়দ আশরাফ

প্রকাশিত: ০৫:৫০, ৮ জানুয়ারি ২০১৭

দেশের অগ্রগতিকে আরও ত্বরান্বিত করতে হবে ॥ সৈয়দ আশরাফ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি বলেছেন, দেশের চলমান অগ্রগতিকে আরও ত্বরান্বিত করতে হবে। ছাত্রলীগ নেতাকর্মীদের আগামী দিনে দেশের কা-ারি উল্লেখ করে তিনি আরও বলেন, যে উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছিল, সেই আকাক্সক্ষা ছাত্রলীগ নেতাকর্মীদের বাস্তবায়ন করতে হবে। তিনি শনিবার বিকেলে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের কৃষ্ণচূড়া চত্বরে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ ও পুনর্মিলনীতে এসব কথা বলেছেন। এর আগে বর্ণাঢ্য বেলুন উড়িয়ে ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান, স্থানীয় সংসদ সদস্য ডাঃ এম আমানুল্লাহ, এ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ, ফাহমি গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, ময়মনসিংহের মেয়র ইকরামুল হক টিটুসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাগুরায় ৫দিন ধরে চিকিৎসক নিখোঁজ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৭ জানুয়ারি ॥ শ্রীপুরের দ্বারিয়াপুর সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সুমন শিকদার ৫দিন যাবত নিখোঁজ। তার বাবা সুকুমার শিকদার সদর থানায় জিডি করেছেন। ফলে পরিবারটি দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। ডাঃ সুমন শিকদার অবিবাহিত। তার বাড়ি মাগুরা সদর উপজেলার বেঙ্গা গ্রামে হলেও শহরের কলেজপাড়া ভাড়া বাসায় একা থাকতেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ডাঃ সুমন কুমার শিকদার সোমবার বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফেরেন। এরপর বের হয়ে যান । তখন থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তবে তার মোবাইলটি রুমে পাওয়া যায়। সিভিল সার্জন ডাঃ এফ বিএম আব্দুল লতিফ জানান, উচ্চ শিক্ষা নিয়ে তিনি কিছুটা ডিপ্রেশনে ছিলেন। সদর থানার এস আই তরিকুল ইসলাম জানান, পুলিশ অনুসন্ধান চালাচ্ছে ।
×